দক্ষিণ ভারতে আরও নড়বড়ে NDA! অন্ধ্রে মোদীসঙ্গ ছেড়ে টিডিপির হাত ধরল অভিনেতা পবনের দল

People's Reporter: আগামী বিধানসভা নির্বাচনেও টিডিপি ও জনসেবা পার্টির জোট ক্ষমতায় আসবে বলে যথেষ্ট আত্মবিশ্বাসী তেলেগু অভিনেতা তথা রাজনীতিবিদ পবন।
চন্দ্রবাবু নাইডুর(ডানদিকে) সাথে পবন কল্যাণ
চন্দ্রবাবু নাইডুর(ডানদিকে) সাথে পবন কল্যাণফাইল ছবি
Published on

লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ভারতে আবারও বড়সড় ধাক্কা খেল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (Natioanal Democratic Alliance - NDA) জোট। তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইএডিএমকের পর এবার অন্ধ্রপ্রদেশের জনসেবা পার্টিও এনডিএ-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করল। বৃহস্পতিবার বিশিষ্ট তেলেগু অভিনেতা তথা জনসেবা পার্টির প্রধান পবন কল্যাণ নিজেই এই কথা জানিয়েছেন।

এনডিএ ছেড়ে অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির হাত ধরছেন বলেও জানিয়েছেন পবন। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনে ৩৭১ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেই সময় রাজামুন্দ্রি জেলে চন্দ্রবাবুর সঙ্গে দেখা করার পর এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসার সম্ভাবনার কথা জানান জনসেবা দলের সুপ্রিমো পবন। তিনি আরও জানান, অন্ধ্রপ্রদেশের এখন প্রয়োজন টিডিপির চার দশকের অভিজ্ঞতা এবং জনসেবা পার্টির তরুণ শক্তি।

২০২৪ সালে দেশজুড়ে লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার ঠিক কয়েকমাস আগেই এনডিএ জোটে এই ভাঙন অন্ধ্রর রাজনৈতিক পটভূমিকাকে অনেকাংশে বদলে দিতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার এনডিএ জোট ত্যাগ ও টিডিপি যোগ নিয়ে পবন জানিয়েছেন, “অনেকরকমের সমস্যা থাকা সত্ত্বেও আমরা এনডিএ জোটে যোগ দিয়েছিলাম। কিন্তু এখন আমরা সেই জোট থেকে বেরিয়ে এসে টিডিপিকে আমাদের ১০০ শতাংশ সমর্থন জানাচ্ছি। কারণ, টিডিপি এই মুহূর্তে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে আমরা টিডিপির পাশে থাকতে চাই।”

আগামী বিধানসভা নির্বাচনেও টিডিপি ও জনসেবা পার্টির জোট ক্ষমতায় আসবে বলে যথেষ্ট আত্মবিশ্বাসী এই তেলেগু অভিনেতা। ২০১৯ সালে জনসেবা দল তৈরি করে একাই অন্ধ্রর বিধানসভা নির্বাচনে লড়েছিলেন পবন। তবে একক ক্ষমতায় অন্ধ্রের ১৭৫টি বিধানসভা আসনের মধ্যে মাত্র একটি আসনেই জয় পেয়েছিল তার দল। অন্যদিকে, ১৫১টি আসন জিতে রাজ্যে ক্ষমতায় আসে জগনমোহনের ওয়াইএসআর কংগ্রেস। চন্দ্রবাবু নাইডুর টিডিপি অবশ্য ২৩টি আসন দখল করে প্রধান বিরোধী দলের তকমা অর্জনে সফল হয়।

চন্দ্রবাবু নাইডুর(ডানদিকে) সাথে পবন কল্যাণ
NewsClick: নিউজক্লিক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডাকা হল সাংবাদিক অভিসার শর্মাকে
চন্দ্রবাবু নাইডুর(ডানদিকে) সাথে পবন কল্যাণ
NewsClick: দিল্লি দাঙ্গা, কৃষক আন্দোলন নিয়ে লিখেছেন? কংগ্রেস ভাল? সাংবাদিকদের প্রশ্ন পুলিশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in