প্রকাশিত হল ১৮ তম লোকসভা ভোটের নির্ঘন্ট। শনিবার দুপুর তিনটেই বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠক করে ভোটের সময়সূচী জানাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমার ভোটের নির্ঘন্ট প্রকাশ করলেন।
১৬ জুন শেষ হচ্ছে ১৭ তম লোকসভার মেয়াদ। ১৮ তম লোকসভা ভোট শুরু হবে ১৯ এপ্রিল এবং শেষ হবে ১ জুন। ভোট গণনা ৪ জুন। সারা দেশে ভোট হবে ৭ দফায়। পশ্চিমবঙ্গে প্রতি দফায়। আজ থেকেই লাগু আদর্শ আচরণ বিধি, জানিয়ে দিলেন কমিশন। ২০১৯ –এর লোকসভায় বাংলায় সাত দফায় ভোট হয়েছিল। লোকসভার সঙ্গে ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হবে।
বাংলায় কবে কোন কেন্দ্রে ভোট –
প্রথম দফা (১৯ এপ্রিল) – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
দ্বিতীয় দফা (২৬ এপ্রিল) – রায়গঞ্জ, বালুরঘাট, দাজিলিং
তৃতীয় দফা (৭ মে) - মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
চতুর্থ দফা (১৩ মে) – কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, পূর্ব বর্ধ্মান, বর্ধমান- দুর্গাপুর, আসানসোল
পঞ্চম দফা (২০ মে) – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ
ষষ্ঠ দফা (২৫ মে) – ঘাটাল, কাঁথি, তমলুক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর
সপ্তম দফা (১ জুন) – দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হাবরার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর
এছাড়া তৃতীয় দফা ভোটের দিন ভগবানগোলা ও সপ্তম দফা ভোটের দিন বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।
সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানান, ২ বছর ধরে লোকসভা ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবার মোট ভোটারের সংখ্যা ৯৭ কোটি। নতুন ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮০ লক্ষ। ১৮ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত ভোটারের সংখ্যা ২১ কোটি। পঁচাশি ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লাখ। ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা ভোটার। সাড়ে ১০ লক্ষের বেশি ভোট দান কেন্দ্র রয়েছে। ৮৫ বছরের বেশি বয়সীদের এবং বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়েই ভোট নেওয়া হবে।
এছাড়াও নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমার জানান, ১৯৫০ নম্বরে অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যেই পদক্ষেপ নেওয়া হবে। কোনো সন্ত্রাসের অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস নির্বাচন কমিশনের। সন্ত্রাস রুখতে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও সন্ত্রাস রুখতে জেলায় জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে, বলেই জানালেন রাজীব কুমার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন