PM Modi: "আমার শপথ এটাই আমি হিন্দু-মুসলিম করবো না, যেদিন করবো সেদিন..." - প্রধানমন্ত্রী মোদী

People's Reporter: নরেন্দ্র মোদী বলেন, 'যেদিন আমি হিন্দু-মুসলিম করা শুরু করবো সেদিন থেকে আমার জনতার মাঝে থাকার অধিকার থাকবে না। আমার শপথ এটাই যে আমি হিন্দু-মুসলিম করবো না'।
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদীফাইল চিত্র
Published on

সমালোচনার মুখে পড়ে হিন্দু-মুসলমান নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, তাঁর কথাকে জনগণের কাছে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে।

নির্বাচনী জনসভা থেকে করা মোদীর একটি মন্তব্যে তোলপাড় হয়েছিল গোটা দেশ। যা নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে অভিযোগও জানিয়েছিল কংগ্রেস। সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন মোদী। মঙ্গলবার জনপ্রিয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাতকার দেন মোদী। সেখানে তিনি বলেন, আমি তো অবাক। কে বলেছে যদি কারুর বেশি সন্তান থাকে মানে শুধু মুসলমানদের কথা বলা হচ্ছে? এতো মুসলমানদের প্রতি অবিচার করার সমান। বেশিরভাগ দরিদ্র পরিবারে দেখুন একই সমস্যা রয়েছে। যেখানে দারিদ্রতা বেশি সেখানে সন্তানের সংখ্যাও বেশি।

তিনি আরও বলেন, 'আমি হিন্দু-মুসলিম কারুর কথাই বলিনি। আমি শুধু বলেছি আপনি যতগুলি সন্তানের যত্ন নিতে পারবেন ঠিক ততগুলিই নেওয়া উচিত। এমন পরিস্থিতি না হয় যেখানে আপনার সন্তানের দায়িত্ব সরকারকে নিতে হয়। যেদিন আমি হিন্দু-মুসলিম করা শুরু করবো সেদিন থেকে আমার জনতার মাঝে থাকার অধিকার থাকবে না। আমার শপথ এটাই যে আমি হিন্দু-মুসলিম করবো না'।

২০০২ সালে গুজরাটে গোধরাকাণ্ডের প্রসঙ্গ টেনে এনেও বিরোধীদের খোঁচা দেন মোদী। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "সেই ইস্যুটি মুসলিমদের নিয়ে ছিল না। সেখানে মোদীকে যতোই মুসলমাননা সমর্থন করুক না কেন তাঁদের ভুল বোঝানো হয়েছিল। কেউ বলেছিল এটা করতে, তো কেউ বলেছিল ওটা করতে। আমার বাড়ির পাশে চারিদিকে মুসলমান পরিবারের বসবাস ছিল। আমাদের বাড়িতেও ঈদ পালন হতো। ঈদের দিন তো আমাদের বাড়িতে রান্না বন্ধ থাকতো। কারণ সমস্ত মুসলিম পরিবার থেকে খাবার আসতো। আমি এমনই পরিবেশে বড়ো হয়েছি। ২০০২ সালের পর আমার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।"

প্রসঙ্গত, ভোট প্রচারে নরেন্দ্র মোদী রাজস্থানে গিয়ে বলেছিলেন, 'কংগ্রেসের ইশতেহারে বলা হয়েছে যে মা বোনেদের কাছে থাকা সোনার হিসেব করবে কংগ্রেস। তারপর সেই সম্পত্তি ভাগ করে দেওয়া হবে। এই শহুরে নকশালরা মা, বোনেদের মঙ্গলসূত্রও ছাড়বে না। কাদের মধ্যে সেই সম্পত্তি ভাগ করা হবে জানেন? মনমোহন সিং-র সরকার বলেছিল দেশের সম্পদের ওপর প্রথম অধিকার মুসলিমদের। এর মানে তারা এই সম্পদ বিতরণ করবে যাদের বেশি সন্তান আছে, সেই অনুপ্রবেশকারীদের কাছে।" মোদীর এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।

নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: বারামতী কেন্দ্রের স্ট্রং রুমের CCTV বন্ধ! 'সন্দেহজনক' দাবি শরদ কন্যা সুপ্রিয়ার
নরেন্দ্র মোদী
AAP: নির্বাচনী ইশতেহার প্রকাশ আপের, 'মোদীর গ্যারান্টি'কে পরাস্ত করতে 'কেজরিওয়ালের ১০ গ্যারান্টি'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in