রাত পোহালেই ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন। মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে ভোটগ্রহণ হবে বুধবার। বাকি আসনে নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর।
১৩ নভেম্বর অর্থাৎ আগামীকাল ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দফায় মোট ৬৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬০৯ জন পুরুষ, ৭৩ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন। মোট ভোটদাতার সংখ্যা ১ কোটি ৩৭ লক্ষ।
মোট ৪৩টি আসনে নির্বাচন হবে। যার মধ্যে ১৭টি জেনারেল আসন, ২০টি এসটি এবং ৬টি এসসি আসন রয়েছে। মোট ১৫,৩৪৪টি বুথে ভোটগ্রহণ হবে। যার মধ্যে ১২,৭১৬টি বুথ গ্রামীণ এলাকায় এবং বাকি ২৬২৮টি বুথ শহরাঞ্চলে।
সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ৯৫০টি বুথে বকেল ৪টের মধ্যে ভোটগ্রহণের কাজ সম্পন্ন হবে। ১১৫২টি বুথ পরিচালিত হবে সম্পূর্ণ মহিলাদের দ্বারা এবং ২৪টি বুথ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত হবে।
প্রথম দফার ভোটে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। সেরাইকেলা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন তিনি। তাঁর পুত্র বাবুলালও বিজেপির টিকিটে লড়ছেন ঘাটশিলা কেন্দ্র থেকে। বিজেপির আরও দুই গুরুত্বপূর্ণ প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী প্রাক্তন সাংসদ গীতা কোড়া (জগনাথপুর) এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা মুন্ডা (পোটকা)। উল্লেখযোগ্য কংগ্রেস প্রার্থীদের মধ্যে রয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমার (জামশেদপুর পূর্ব) এবং মন্ত্রী রামেশ্বর ওরাওঁ (লোহারডাগা)।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ৩০টি আসন জিতেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ১৬ আসন জিতেছিল কংগ্রেস এবং আরজেডি জয়ী হয়েছিল ১টি আসনে। মোট ৪৭ আসন নিয়ে সরকার গঠন করেছিল ইউপিএ জোট। বিজেপি জিতেছিল ২৫টি আসনে। এছাড়া ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (পি) ৩টি, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ২টি, কমিউনিস্ট পার্ট অফ ইন্ডিয়া (এম-এল) লিবারেশন ১টি, এনসিপি ১টি এবং ২টি আসন জেতে নির্দল প্রার্থীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন