Telangana Polls: বিজেপি জিতলেই হায়দরাবাদের নাম বদলে 'ভাগ্যনগর'! ভোট প্রচারে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

People's Reporter: আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচার থেকেই হায়দারাবাদের নাম পরিবর্তনের পেছনে বিভিন্ন যুক্তিও দিয়েছেন বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি।
জি কিষাণ রেড্ডি
জি কিষাণ রেড্ডিছবি - জি কিষাণ রেড্ডির ফেসবুক পেজ
Published on

বিজেপি জিতলেই হায়দরাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে 'ভাগ্যনগর'। তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

নাম পরিবর্তনের রাজনীতি এই প্রথম নয়। এর আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একের পর এক জায়গার নাম পরিবর্তন হয়েছে। প্রস্তাব হয়েছে আরও কিছু নাম বদলের। কখনও এলাহাবাদকে বদলে 'প্রয়াগরাজ' করা হয়েছে তো কখনও রাজপথের নাম 'কর্তব্যপথ' নাম দেওয়া হয়েছে।

এবার নির্বাচনী প্রচার থেকেই হায়দরাবাদের পরিবর্তে 'ভাগ্যনগর' করার প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে যা কার্যত সেমিফাইনালের চোখেই দেখছে গেরুয়া শিবির। হায়দারাবাদের নাম পরিবর্তনের পেছনে বিভিন্ন যুক্তিও দিয়েছেন জি কিষাণ রেড্ডি।

তিনি বলেন, "যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে আমরা হায়দরাবাদের নাম বদল করবো। আমার প্রশ্ন হচ্ছে হায়দার কে? আমাদের কি হায়দারের নাম দরকার? হায়দার কোথা থেকে এসেছে? আমি জানতে চাই কার হায়দার দরকার? যদি বিজেপি ক্ষমতায় আসে, অবশ্যই হায়দারকে সরিয়ে ভাগ্যনগর নাম দেওয়া হবে"।

তিনি আরও বলেন, "নাম পরিবর্তন করলে অসুবিধা কোথায়? মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই করা হয়েছে। সেটা কিন্তু বিজেপি সরকার করেনি। করেছিল ডিএমকে সরকার। বোম্বের নাম পরিবর্তন করে মুম্বই হয়েছে। ক্যালকাটা থেকে কলকাতা, রাজপথ থেকে কর্তব্যপথ করা হয়েছে। যেসব জায়গার নামের অর্থে 'দাসত্ব' প্রতিফলিত হয় সেই সমস্ত জায়গার নাম আমরা বদলে দেবো"।

উল্লেখ্য, হায়দরাবাদের নাম পরিবর্তন করে 'ভাগ্যনগর' রাখার প্রস্তাব নতুন নয়। ২০২২ সাল থেকেই শোনা যাচ্ছিল হায়দরাবাদের নাম বদলে রাখা হবে 'ভাগ্যনগর'। ওই বছর তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে দলীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দরাবাদকে 'ভাগ্যনগর' বলে সম্বোধন করেছিলেন।

জি কিষাণ রেড্ডি
Israel Vs Palestine: ৩৯ প্যালেস্তিনিয়, ৬৭ ইজরায়েলির মুক্তি, যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in