Lok Sabha Polls 24: কেউ ৪৮ তো কেউ ৬৮৪, একনজরে অষ্টাদশ লোকসভা ভোটে সবথেকে কম ব্যবধানে জয়ী প্রার্থীরা

People's Reporter: চলতি লোকসভাতে কোনও কোনও আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন প্রার্থী। আবার অনেক জায়গায় প্রার্থীরা খুব অল্প ব্যবধানে হেরেছেন বা জিতেছেন।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীগ্রাফিক্স - আকাশ
Published on

সমাপ্ত হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ফলাফল। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৫৪২ টি আসনে ফলাফল ঘোষণা হয়েছে। যার মধ্যে এনডিএ জিতেছে ২৯২ টি আসনে, ইন্ডিয়া জোট ২৩৩ এবং অন্যান্য ১৭ টি আসনে।

একক ভাবে বিজেপি জয়ী হয়েছে ২৪০ টি আসনে। কংগ্রেস একক ভাবে জিতেছে ৯৯ টি আসনে। ইতিমধ্যেই সপ্তদশ লোকসভার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদী ও সকল মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্রও গ্রহণ করেছেন তিনি। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ৮ জুন তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করবেন মোদী।

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি লোকসভাতে কোনও কোনও আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন প্রার্থী। আবার অনেক জায়গায় প্রার্থীরা খুব অল্প ব্যবধানে হেরেছেন বা জিতেছেন। এক নজরে দেখে নেওয়া যাক অল্প ব্যবধানে সেই সমস্ত জয়ী প্রার্থীদের তালিকা –

১০০০ –এর কম ভোটে জয়ী প্রার্থীরা –

মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে শিবসেনার রবীন্দ্র দত্তারাম ওয়াইকার – ৪৮ ভোটে।

কেরলের আটিঙ্গাল থেকে কংগ্রেসের অদুর প্রকাশ – ৬৮৪ ভোটে।

২০০০ –এর কম ভোটে জয়ী প্রার্থীরা –

জয়পুর গ্রামীণ থেকে বিজেপির রাও রাজেন্দ্র সিং- ১,৬১৫ ভোট।

ছত্তিশগড়ের কাঙ্কের থেকে বিজেপির ব্রজরাজ নাগ - ১,৮৮৪ ভোট।

৫০০০ –এর কম ভোটে জয়ী প্রার্থীরা –

তেলেঙ্গানার মাহাবুবনগর থেকে বিজেপির অরুণা ডিকে - ৪,৫০০ ভোট।

উত্তরপ্রদেশের ধৌরাহরা থেকে সমাজবাদী পার্টির আনন্দ ভাদৌরিয়া - ৪,৪৪৯ ভোট।

তামিলনাড়ুর বিরুধুনগর থেকে কংগ্রেসের মানিকম ঠাকুর - ৪,৩৭৯ ভোট।

উত্তরপ্রদেশের ফুলপুর থেকে বিজেপির প্রবীণ প্যাটেল - ৪,৩৩২ ভোট।

মহারাষ্ট্রের ধুলে থেকে কংগ্রেসের ব্যাকচাব শোভা দীনেশ - ৩,৮৩১ ভোট।

সালেমপুর থেকে সমাজবাদী পার্টির রমাশঙ্কর রাজভর - ৩,৫৭৩ ভোট।

পাঞ্জাবের ফিরোজপুর থেকে কংগ্রেসের শের সিং ঘুবায়া - ৩,২৪২ ভোট।

উত্তরপ্রদেশের বাঁশগাঁও থেকে বিজেপির কমলেশ পাসোয়ান - ৩,১৫০ ভোট।

চণ্ডীগড় থেকে প্রবীণ কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি - ২,৫০৪ ভোট।

উত্তরপ্রদেশের ফারুখাবাদ থেকে বিজেপির মুকেশ রাজপুত - ২,৬৭৮ ভোট।

লাক্ষাদ্বীপ থেকে কংগ্রেসের মুহাম্মদ হামদুল্লাহ সাঈদ - ২,৬৪৭ ভোট।

উত্তরপ্রদেশের হামিরপুর থেকে সমাজবাদী পার্টির অজেন্দ্র সিং লোধি – ২,৬২৯ ভোট।

এছাড়াও পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খান ৫,৫৬৭ ভোটে জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গের আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ ৬,৩৯৯ ভোটে জয়ী হয়েছেন। মহারাষ্ট্রের বিড থেকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (শরদচন্দ্র পাওয়ার) বজরং মনোহর সোনওয়ানে ৬,৫৫৩ ভোটে জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গের বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ১০,৩৮৬ ভোটে জয়ী হয়েছেন।

ছবি - প্রতীকী
ফল প্রকাশের পর উত্তপ্ত দুর্গাপুর! আগুন CPIM নেতার মেয়ের দোকানে, ভাঙচুর পোলিং এজেন্টের বাড়ি-গাড়ি
ছবি - প্রতীকী
Adhir Ranjan Chowdhury: নিজেকে বিভাজনের রাজনীতি থেকে দূরে রেখেছি বলেই আমাকে হারতে হয়েছে - অধীর
ছবি - প্রতীকী
Narendra Modi: ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মোদী! জমা দিলেন পদত্যাগপত্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in