পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার নির্বাচন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আগামী ৩ ডিসেম্বর ওই ৫ রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা হবে।
সোমবার ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলো।
৭ নভেম্বর মিজোরাম,
৭ ও ১৭ নভেম্বর ছত্তিশগড়ে,
১৭ নভেম্বর মধ্যপ্রদেশে
২৩ নভেম্বর রাজস্থানে এবং
৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
শুধুমাত্র ছত্তিশগড়ে দু'দফায় নির্বাচন হবে।
সব রাজ্যের ফল ঘোষণা একসাথেই হবে, ৩ ডিসেম্বর।
উল্লেখ্য, ২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে এই পাঁচ রাজ্যের নির্বাচনকে কার্যত সেমিফাইনালে হিসেবে দেখছে বিজেপি এবং বিরোধীরা। এই ৫ রাজ্যে মোট লোকসভা আসনের সংখ্যা ৮৩টি। যার মধ্যে রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। আবার বিজেপি বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'-র দলগুলির ভূমিকা ঠিক কী হতে চলেছে এই ৫ রাজ্যের নির্বাচনে সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। নির্বাচনে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' শিবির যদি ভালো ফল করতে পারে তাহলে আগামী লোকসভা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিজেপি।
এই নির্বাচনে ১৬ কোটির বেশি মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আসন সংখ্যা ২৩০টি। রাজস্থানে বিধানসভার আসন সংখ্যা ২০০টি। তেলেঙ্গানায় আসন সংখ্যা ১১৯টি। ছত্তিশগড়ে ৯০টি এবং মিজোরামে ৪০টি বিধানসভার আসন রয়েছে।
নির্বাচন ঘোষণার সাথে সাথেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ট্যুইটারে বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি লেখেন, '৫ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার সাথে সাথেই বিজেপি ও তার জোটসঙ্গীদেরও বিদায় ঘন্টা বেজে গেলো। জনকল্যাণ, সামাজিক ন্যায়বিচার এবং প্রগতিশীল উন্নয়নের দাবি নিয়েই কংগ্রেস পার্টি এই ৫ রাজ্যের মানুষের কাছে সর্বশক্তি নিয়ে যাবে'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন