বিরোধীদের নয়া পরিচয় ‘I-N-D-I-A’, কিভাবে এল এই নাম? কেন ‘আপত্তি’ ছিল নীতিশের! জানুন বিশদে...

আমাদের এই জোটের নতুন নাম ঠিক হয়েছে INDIA, যার পুরো কথা ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’।
বিরোধীদের নয়া পরিচয় ‘I-N-D-I-A’, কিভাবে এল এই নাম? কেন ‘আপত্তি’ ছিল নীতিশের! জানুন বিশদে...
ছবি সংগৃহীত
Published on

দেশের বিজেপি বিরোধী শক্তিদের মহাজোটের এখন নতুন পরিচয়, I-N-D-I-A। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি-সহ এনডিএ জোটকে উৎখাত করার জন্য এক ছাদের তলায় এসে হাত মিলিয়েছে দেশের ২৬টি বিজেপি বিরোধী দল। ব্যাঙ্গালুরুতে ২ দিন ব্যাপী মহাজোটের দ্বিতীয় বৈঠকের পর নির্ধারিত হল মহাজোটের নতুন নাম। পারস্পরিক বিবাদ থাকা সত্ত্বেও 'দেশের স্বার্থে' এক সুরে গলা মেলাল কংগ্রেস-আপ, তৃণমূল-সিপিআইএমের মতো চিরশত্রু রাজনৈতিক দলগুলি। এককালের ইউপিএ জোটই নাম বদলে ফিরল স্বমহিমায়। লক্ষ্য একটাই, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি-সহ গোটা এনডিএ-এর পরাজয়।

কিন্তু মহাজোটের নতুন এই পরিচয় এলো কীভাবে? মঙ্গলবার বৈঠক শেষে জোটের নতুন নাম ঘোষণা করার সময় কংগ্রেস সভাপতি তথা এই বৈঠকের প্রধান আয়োজক মল্লিকার্জুন খাড়্গে জানালেন, “আমাদের এই জোটের নতুন নাম ঠিক হয়েছে I-N-D-I-A, যার পুরো কথা ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’। অনেক ভাবনা-চিন্তার পর আমরা এই একটি নামে সবাই সহমত হয়েছি। এই নামের মাধ্যমে আমরা আমাদের গোটা দেশকেই বোঝাতে চেয়েছি। কারণ, আমাদের সঙ্গে দেশের প্রত্যেক প্রান্ত থেকে বিরোধী দলরা এসে যোগ দিয়েছেন।”

সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, বৈঠকে অংশগ্রহণকারী এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন যে ‘I-N-D-I-A’ নামটি সবার প্রথমে সোমবার সোনিয়া গান্ধীর নৈশভোজের অনুষ্ঠানে ওঠে। কিন্তু এর পুরো নাম ঠিক হয় মঙ্গলবার বৈঠকের একেবারে শেষের দিকে। অনেক নেতার মতে, নামটি সবার প্রথম উত্থাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্মতি দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আবার কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতের মতো বেশ কয়েকজন নেতার মতে, সবার আগে রাহুলই এই নামটির প্রস্তাব দেন।

প্রত্যেক বিরোধী নেতাই কিছু না কিছু নাম প্রস্তাব করেন। কিন্তু সেগুলি সবই বাদের খাতায় নাম লেখায়। বাদ যাওয়া নামগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইন্ডিয়া’স মেইন ফ্রন্ট (আইএমএফ), ইন্ডিয়ান পিউপলস ফ্রন্ট (আইপিএফ), ইন্ডিয়ান প্রগ্রেসিভ ফ্রন্ট (আইপিএফ) এবং উই ফর ইন্ডিয়া। এই শেষের ‘উই ফর ইন্ডিয়া’ নামটি প্রস্তাব করা হলেই রাহুল শুধুমাত্র ‘INDIA’ নামটির কথা বলেন। নামটি শুনেই একসুরে সম্মতি জানান একাধিক দলের প্রধানরা। তবে এই নামের পুরো কথা ভাবতে গিয়ে কালঘাম ছুটেছে। কারণ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অনুরোধ করেছিলেন, জোটের নামের মধ্যে যেন ‘ফ্রন্ট’ কথাটি না থাকে। সবদিক ভেবেই প্রাথমিকভাবে পুরো কথা হয় ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’।

কিন্তু এই নাম নিয়ে আপত্তি জানিয়েছিলেন নীতিশ কুমার। কারণ, I-N-D-I-A নামের ইংরেজি দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম অক্ষরে ‘NDA’-র উজ্জ্বল উপস্থিতি, যা শাসকগোষ্ঠীর নাম। D ফর ‘ডেমোক্রেটিক’ শব্দ নিয়েও আপত্তি তুলেছিলেন, কারণ ওই শব্দটি এনডিএ-এর নামেও রয়েছে। তারপরেই ‘ডেভেলপমেন্ট’ কথাটি যোগ করা হয়। কিন্তু অবশেষে I-N-D-I-A নামেই রাজি হন বিহারের মুখ্যমন্ত্রী।

জোটের এই নাম নিয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, “এটা বিরোধীদের সঙ্গে বিজেপির লড়াই নয়। এটা ভারতের আদর্শ ও ভাবধারা জন্য লড়াই, যে ভাবধারাকে বিজেপি সরকার আক্রমণ করেছে। ঠিক এই কারণেই আমরা এই নামটি ঠিক করেছি। কারণ এটা এনডিএ বনাম INDIA-এর লড়াই, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনাম INDIA-এর লড়াই, এটা বিজেপির আদর্শ বনাম INDIA-এর লড়াই। আমরা আমাদের দেশের হয়ে লড়ছি, দেশকে বাঁচানোর জন্য লড়ছি। আর আপনার তো জানেন, যখন কেউ আমাদের দেশের বিরুদ্ধে দাঁড়ায় তখন তাঁর পরিণাম কী হয়।”

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in