Lok Sabha Polls 24: মোদীর প্রাক্তন মন্ত্রীর ছেলে কংগ্রেসে, হরিয়ানায় হাত শিবিরে প্রাক্তন BJP বিধায়কও

People's Reporter: প্রাক্তন বিজেপি বিধায়ক রোহিতা রেউরি কংগ্রেসে যোগদান করেন। অন্যদিকে কংগ্রেসের 'হাত' ধরলেন মোদী মন্ত্রিসভার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার পুত্র অশির সিনহা।
রোহিতা রেউরি এবং অশির সিনহা
রোহিতা রেউরি এবং অশির সিনহাছবি - সংগৃহীত
Published on

দেশে পঞ্চম দফা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে ভাঙন ধরালো কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসে যোগ দিলেন পাণিপথের প্রাক্তন বিজেপি বিধায়ক রোহিতা রেউরি। একইদিনে কংগ্রেসের 'হাত' ধরলেন মোদী মন্ত্রিসভার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার ছেলে অশির সিনহা।

একদিকে যখন বিজেপির হেভিওয়েট নেতারা ৪০০ আসন পার করবে বলে সুর চড়াচ্ছেন অন্যদিকে বিজেপির ঘর ভাঙার খেলা শুরু করেছে কংগ্রেস। ঝাড়খণ্ডের হাজারিবাগের বিদায়ী বিজেপি সাংসদ হলেন জয়ন্ত সিনহা। এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়প্রকাশ ভাই প্যাটেল। মঙ্গলবার তাঁকে সমর্থনের কথা জানান আশির। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কংগ্রেস প্রার্থী জয়প্রকাশও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন গত মার্চ মাসে। আগামী ২০ মে পঞ্চম দফায় হাজারিবাগ লোকসভা আসনে ভোট।

শুধু আশিরের বাবাই নন, আশিরের ঠাকুরদা যশবন্ত সিনহাও হাজারিবাগ থেকে বিজেপির টিকিতে জিতে বাজপেয়ী সরকারের মন্ত্রী হয়েছিলেন। যদিও ২০১৮-য় বিজেপি ছাড়েন তিনি এবং ২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু দ্রৌপদী মুর্মুর কাছে হেরে যান। 

২০১৪ সালে হাজারিবাগ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জয়ন্ত সিনহা। তারপর তাঁকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছিল। এরপর ২০১৯ সালে জিতলেও মন্ত্রিসভায় জায়গা পাননি আর তিনি।

অন্যদিকে চন্ডীগড়েও ধাক্কা খেয়েছে বিজেপি। প্রাক্তন বিজেপি বিধায়ক রোহিতা রেউরি কংগ্রেসে যোগদান করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার হাত ধরে কংগ্রেসে যোগ দেন রোহিতা। রোহিতা ২০১৪-২০১৯ পর্যন্ত বিজেপির বিধায়ক ছিলেন। তিনি জানান, বিজেপিতে থেকে কোনো সম্মান পাওয়া যায় না। সেই কারণেই কংগ্রেসে যোগদান।

রোহিতার যোগদান নিয়ে হুডা বলেন, "আমি পুরো হরিয়ানা সফর করছি। যা দেখছি তাতে কংগ্রেস বিপুল জনসমর্থন পাচ্ছে। সমস্ত আসনে কংগ্রেস জিতবে। আসলে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে পারেনি। আমরা যখন ক্ষমতায় ছিলাম হরিয়ানার মানুষের মাথাপিছু আয়, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সহ একাধিক উন্নয়নমূলক কাজে এগিয়ে ছিল।"

হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান বলেন, 'গত কয়েকটি সপ্তাহ ধরে যে ভাবে শাসক দল থেকে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে তাতে বোঝাই যাচ্ছে দেশজুড়ে কংগ্রেসের হাওয়া বইছে'।

রোহিতা রেউরি এবং অশির সিনহা
Lok Sabha Polls 24: বারামতী কেন্দ্রের স্ট্রং রুমের CCTV বন্ধ! 'সন্দেহজনক' দাবি শরদ কন্যা সুপ্রিয়ার
রোহিতা রেউরি এবং অশির সিনহা
Lok Sabha Polls 24: রাজ্যে পঞ্চম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী আরও বাড়াচ্ছে কমিশন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in