তমলুকে চলছে ষষ্ঠ দফায় নির্বাচন। আর ভোট চলাকালীন হাড়গোড় ভাঙার হুঁশিয়ারি দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি।
শনিবার সকালে ভোট চলাকালীন হলদিয়ায় বুথ পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। বিজেপি প্রার্থীকে দেখেই বিক্ষোভ শুরু করেন তৃণমূল সমর্থকেরা। প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে কখনও ‘চোর চোর’ স্লোগান, আবার কখনও ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকেরা। আর তাতেই ক্ষুব্ধ হয়ে যান বিজেপি প্রার্থী।
এদিন সকাল ৭টা নাগাদ হলদিয়ার একটি বুথের বাইরে অভিজিৎকে দেখে ‘চোর’ ‘চোর’ স্লোগান ওঠে। পরে বেলা ১১টা নাগাদ হলদিয়ার অন্য একটি বুথের সামনে এসে হাজির হয় অভিজিতের গাড়ি। সেখানেও অভিজিৎকে দেখা মাত্র বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ বিজেপি প্রার্থী জানান, “স্লোগান দিচ্ছে তো আমি কী করব? এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কুইক রেসপন্স টিমকে খবর দিয়েছি। তাদের আসার জন্য অপেক্ষা করছি।“
এরপরে বিক্ষোভ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি। অত সাহস এখনও কারও হয়নি। আমাকে ঘিরে বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।“ পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন