নির্বাচন করতে হবে সম্পূর্ণ স্বচ্ছভাবে। যেন একটিও অভিযোগ কেউ করতে না পারে। বৃহিস্পতিবার ভিভিপ্যাট মামলার শুনানি চলাকালীন এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত।
আজ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ভিভিপ্যাট সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী নিজাম পাশা বলেন, ভোট দেওয়ার পর ভিভিপ্যাটের স্লিপটি ভোটাররা একটি ব্যালট বাক্সে ফেলবেন। ওই ব্যালট বাক্সের স্লিপ গুনতে হবে। এই প্রক্রিয়ায় ভোটদাতার গোপনীয়তা সম্পূর্ণ বজায় থাকবে।
অন্য এক আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, ভিভিপ্যাটের মেশিনের আলো এখন সাত সেকেন্ড জ্বলে। সেটা বর্তমানে সবসময় জ্বালিয়ে রাখা যেতে পারে। তাতে ভোটারদের সুবিধা হবে। দেখা যাবে স্লিপটি কেটে পড়ছে মেশিনের মধ্যে।
সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানায়, নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে করা প্রয়োজন। ভারতের মতো দেশে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত পদ্ধতির মধ্যে স্বচ্ছতা আনতে হবে। যাতে আর কেউ প্রশ্ন তুলতে না পারে। এই বিষয়টি সুনিশ্চিত করবে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল মানুষের হস্তক্ষেপ না থাকলে যন্ত্র ঠিক ফলাফলই দেয়। হস্তক্ষেপ হলেই সমস্যা। যন্ত্রের কাছাকাছি থেকে মানুষই অবৈধ ভাবে ব্যবস্থার বদল ঘটাতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন