গত ৩০ মার্চ নিজেদের ইস্তেহার কমিটি গঠন করেছে বিজেপি। সেই কমিটিতে জায়গা পাননি পশ্চিমবঙ্গের কেউ। এমনকি বিজেপির প্রকাশিত তালিকায় নাম নেই যোগী আদিত্যনাথেরও। পাশাপাশি সংখ্যালঘু মুখ হিসেবে জায়গা পেয়েছেন দু'জন।
গত শনিবার ইস্তেহার কমিটির তালিকা প্রকাশ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারপর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে বাংলাকে পাখির চোখ করে এবারের নির্বাচনী লড়াইয়ে নেমেছেন, সেই বাংলারই কাউকে রাখা হয়নি তালিকায়। এমনকি উত্তরপ্রদেশ থেকে ৫ জন সদস্যকে নেওয়া হলেও তার মধ্যে জায়গা হয়নি যোগী আদিত্যনাথের।
প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে ইস্তেহার কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজনাথ সিংকে (উত্তরপ্রদেশ)। কনভেনর করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (তামিলনাড়ু)। সহ-কনভেনর হয়েছেন মহারাষ্ট্রের পীযূষ গোয়েলকে।
এছাড়া বাকি সদস্যদের মধ্যে ঝাড়খণ্ড থেকে আছেন অর্জুন মুন্ডা। রাজস্থান থেকে রয়েছেন ভূপেন্দ্র যাদব, অর্জুন রাম মেঘওয়াল এবং বসুন্ধরা রাজে। অরুণাচলপ্রদেশ থেকে আছেন কিরেন রিজিজু। ওড়িশা থেকে কমিটিতে জায়গা পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব, ধর্মেন্দ্র প্রধান এবং জুয়েল ওরাম। গুজরাট থেকে আছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
ছত্তিশগড় থেকে কমিটিতে রয়েছেন বিষ্ণু দেও সাই। মধ্যপ্রদেশ থেকে তালিকায় আছেন বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী যথাক্রমে মোহন যাদব ও শিবরাজ সিং চৌহান। বিহার থেকে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ ও সুশীল মোদী। কর্ণাটক থেকে আছেন রাজীব চন্দ্রশেখর। দিল্লি থেকে জায়গা পেয়েছেন মঞ্জীনদর সিং সিরসা। হরিয়ানা থেকে ও পি ধনখড়। কেরালা থেকে তালিকায় নাম আছে অনিল অ্যান্টনির। পাশাপাশি রাজনাথ সিং ছাড়া উত্তরপ্রদেশ থেকে তালিকায় স্থান পেয়েছেন স্মৃতি ইরানি, কেশব প্রসাদ মাউরিয়া, রাধা মোহনদাস আগারওয়াল এবং তারিক মনসুর। মহারাষ্ট্র থেকে রয়েছেন বিনোদ তাউরে।
ইস্তেহার কমিটিতে বাংলার কাউকে না রাখায় ক্ষুব্ধ বঙ্গ বিজেপি কর্মীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আবার অনেক নেটিজেনদের মতে, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাঙালি-বিদ্বেষী মনোভাবের পরিচয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন