Maharashtra: নির্বাচনের আগে শাসকজোটে স্লোগান বিতর্ক - অজিত পাওয়ার ও বিজেপি নেত্রীকে জবাব ফড়নবীশের

People's Reporter: মহারাষ্ট্রে প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছিলেন 'বাটেঙ্গে তো কাটেঙ্গে'। এই স্লোগানের বিরোধিতা করেছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার।
মহারাষ্ট্রে শাসকজোটে স্লোগান বিতর্ক
মহারাষ্ট্রে শাসকজোটে স্লোগান বিতর্কফাইল ছবি
Published on

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগান নিয়ে শাসক জোটেই (মহাযুতি) দ্বন্দ্ব চরমে উঠেছে। এবার বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডে এবং জোট সঙ্গী অজিত পাওয়ারকে ওই স্লোগান নিয়ে জবাব দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সাক্ষাৎকারে দেবেন্দ্র ফড়নবীশ জানান, "বিরোধীরা একদিকে মুসলমানদের মেরুকরণ করেছে এবং অন্যদিকে হিন্দুদেরকে বিভক্ত করছে। ঐতিহাসিকভাবে যখনই সমাজের বিভাজন হয়েছে, দেশ ভাগ হয়েছে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি মনে করি 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' ও 'এক হ্যায় তো সেফ হ্যায়' স্লোগান দুটি ঐক্যের জন্য এবং ইতিবাচক স্লোগান। এতে কোনো ভুল নেই"।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছিলেন 'বাটেঙ্গে তো কাটেঙ্গে'। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর স্লোগান নিয়ে আপত্তি জানান মহাযুতির এনসিপি নেতা অজিত পাওয়ার, বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডে।

অজিত পাওয়ার বলেছিলেন, 'অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে এসে স্লোগান দেন 'বাটেঙ্গে তো কাটেঙ্গে'। আমরা সরাসরি এর বিরোধিতা করছি। কারণ এমন স্লোগান উত্তরভারতে হয়তো কাজে দিতে পারে। কারণ সেখানকার রাজনৈতিক পরস্থিতি আলাদা। মহারাষ্ট্রের এই স্লোগানের প্রয়োজন নেই। আমরা আম্বেদকরের নীতিতে বিশ্বাসী। শুধু আমি নই। এনসিপির সমস্ত নেতা, এমনকি বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডেও এর বিরোধিতা করেছেন।"

প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুন্ডে বলেন, আমি বিজেপি করি বলেই যে আমাকে ওই স্লোগান সমর্থন করতে হবে এমন কোনও বিষয় নেই। সমাজের সকল মানুষকে একসাথে নিয়ে চলাই একজন রাজনৈতিক নেতার কাজ। তাই এমন স্লোগান না দিয়ে উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

এর আগে প্রধানমন্ত্রী মোদীর 'এক হ্যায় তো সেফ হ্যায়' স্লোগানের বিরোধিতে করেন বিরোধী শিবসেনা (UBT) নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদী কেন এমন স্লোগান দিয়েছেন আমি বুঝতে পারছি না। অতীতের স্লোগান ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ ব্যর্থ হওয়ার পর এবার নতুন স্লোগান চালু করেছেন তিনি। মহারাষ্ট্রে মানুষ ইতিমধ্যেই নিরাপদ। কিন্তু যখনই মোদি সফর করেন রাজ্যটি যেন নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ তিনি বিভাজন উস্কে দেন। সত্যিকারের নিরাপত্তা নিশ্চিত করতে, আমাদের বিজেপিকে অপসারণ করতে হবে'।

মহারাষ্ট্রে শাসকজোটে স্লোগান বিতর্ক
Maharashtra: ছবি তোলার জন্য পাশে দাঁড়াতেই লাথি! বিজেপি নেতার ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in