Nitin Gadkari: ‘যাদের টিআরপি বেশি, তারাই তো ভালো বিজ্ঞাপন পাবে’, নির্বাচনী বন্ডের হয়ে সওয়াল গড়কড়ির

People's Reporter: গড়কড়ির মতে, প্রতিটি রাজনৈতিক দলের অর্থের প্রয়োজন এবং সংস্থান বাড়াতে একটি আইনি উপায় খুঁজে বের করা দরকার।
নীতিন গড়কড়ি
নীতিন গড়কড়িছবি - সংগৃহীত
Published on

ভোটের মুখে নির্বাচনী বন্ড নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। বিজেপির অনুদানের পরিমাণ দেখে বিরোধীরা দুর্নীতির অভিযোগ তুলে সবর হয়েছে। আর এই আবহে নির্বাচনী বন্ডের হয়ে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। জানালেন, যাদের টিআরপি বেশি, তাদের বিজ্ঞাপনও বেশি। সুতরাং, কেন্দ্রের শাসক দল হিসাবে বিজেপির অনুদান নিয়ে আশ্চর্য্য হওয়ার কারণ নেই।

রবিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় নাগপুরের বিজেপি প্রার্থী গড়কড়ি জানান, ‘‘এমনকি টেলিভিশন মিডিয়াতেও যাদের টিআরপি বেশি তারা বিজ্ঞাপনে ভাল দর পায়। যাদের টিআরপি কম তারা কম দরে বিজ্ঞাপন পায়। আজ আমরা শাসক দল, তাই আমরা বেশি অনুদান পেয়েছি। কাল অন্য কোনও দল ক্ষমতায় এলে তারাও অনুদান পাবে।”

গড়কড়ির মতে, প্রতিটি রাজনৈতিক দলের অর্থের প্রয়োজন এবং সংস্থান বাড়াতে একটি আইনি উপায় খুঁজে বের করা দরকার। যদিও তিনি জানান, “বিষয়টি বিচারাধীন হওয়ায় আমি তেমন কিছু বলতে চাই না।“

বিরোধীরা বারংবার অভিযোগ করে আসছে, ইডি, সিবিআই, আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। তবে বিরোধীদের এই দাবি মানতে নারাজ গড়কড়ি। তাঁর মতে, ‘‘আমরা কাউকে অস্ত্র করছি না। এখন কারও বাড়িতে ৩০০-৪০০ কোটি টাকা পাওয়া গেলে মানুষ দেখে। তার পর তদন্ত হয়। কেউ অন্যায় করে থাকলে ব্যবস্থা নেওয়া হয়। যদি কেউ এতে ক্ষুব্ধ হয়, তবে তাঁর আদালতে যাওয়ার রাস্তা আছে।’’

বিরোধীরা বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ হিসেবেও কটাক্ষ করেছে। বিজেপিতে গেলেই দুর্নীতি ধুয়ে যাচ্ছে। এই বিষয়ে গড়কড়ির মত, ‘‘আইন তার নিজের পথে চলছে। এর সঙ্গে বিজেপি বা মোদীজির কোনও সম্পর্ক নেই। আইন অনুযায়ী মামলা নথিভুক্ত হয়েছে। এজেন্সিগুলো তাদের কাজ করে যাচ্ছে।’’ 

এয়ার ইন্ডিয়া দুর্নীতি মামলায় এনসিপি নেতা প্রফুল পটেলকে এনডিএ শিবিরে যোগদানের আট মাসের মধ্যে সিবিআই কার্যত ক্লিনচিট দিয়েছে। এই প্রসঙ্গে নীতিন জানান, ‘‘এই পদক্ষেপের সঙ্গে বিজেপি বা প্রধানমন্ত্রীর সম্পর্ক নেই। তদন্তে সত্যই উদ্ঘাটিত হয়েছে।’’ বরং গড়কড়ির পাল্টা প্রশ্ন, ‘‘বিরোধী দলকে দুর্বল বা শক্তিশালী করা কি আমাদের দায়িত্ব? যখন আমাদের মাত্র দু’জন সাংসদ ছিল, আমরা তো সহানুভূতি থেকে কোনও প্যাকেজ পাইনি।’’

এবারের নির্বাচনে বিজেপি দক্ষিণভারতে ভালো ফল করবে বলে আশা রাখছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। তাঁর মতে, ‘‘আমরা তামিলনাড়ু, কেরল, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে কঠোর পরিশ্রম করেছি। এ বার আমরা তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভাল করব।’’

নীতিন গড়কড়ি
Lok Sabha Polls 24: BJP-র বিজ্ঞাপন মহিলাদের জন্য অপমানজনক - আপত্তি জানিয়ে কমিশনে ৪ মহিলা সংগঠন
নীতিন গড়কড়ি
Lok Sabha Polls 24: বিজেপির তালিকা থেকে বাদ সানি দেওল, পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in