আসন্ন লোকসভা নির্বাচনে যোগী রাজ্য উত্তরপ্রদেশে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতায় উত্তরপ্রদেশের ভাদোহি আসন থেকে লড়বে তৃণমূল। ললিতেশপতি ত্রিপাঠীকে প্রার্থী করা হয়েছে।
শনিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে এই খবর জানানো হল। এর আগে শুক্রবার সমাজবাদী পার্টি তাদের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে। ছয় জনের নাম ঘোষণা করে তারা। এনিয়ে মোট ৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করল অখিলেশ যাদবের দল। তালিকা ঘোষণার সময় সপার তরফে জানিয়ে দেওয়া হয়, ভাদোহি আসনটি তারা তৃণমূল কংগ্রেসের জন্য ছেড়ে দিচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল উত্তরপ্রদেশের দুই নেতা রাজেশপতি ত্রিপাঠী এবং ললিতেশপতি ত্রিপাঠী। সেই সময় ললিতেশপাতি ত্রিপাঠী উত্তরপ্রদেশের কংগ্রেসের সহ-সভাপতি পদে ছিলেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর ললিতেশপাতি ত্রিপাঠী জানিয়েছিলেন, উত্তরপ্রদেশে বিজেপির বিকল্প হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
উত্তরপ্রদেশের মোট ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৭টি আসন কংগ্রেসকে ছেড়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন