দু’দিন পর শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। তার আগে বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শাসক দলের ইস্তেহার পত্রের নাম দেওয়া হয়েছে ‘দিদির শপথ’। নির্বাচনী ইস্তেহারে রয়েছে ১০ টি প্রতিশ্রুতি।
বুধবার সেই ইস্তেহার পত্র পড়ে শোনালেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা অমিত মিত্র। এক নজরে তৃণমূলের ইস্তেহার পত্র –
১) দেশ জুড়ে বাড়ি, হবে সবারইঃ
দেশের প্রত্যেক দরিদ্র পরিবারের জন্য পাকা, নিরাপদ এবং সুরক্ষিত বাড়ি নিশ্চিত করা হবে।
২) বর্ধিত আয়, শ্রমিকদের সহায়ঃ
সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টিযুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিক ন্যূনতম দৈনিক ৪০০ টাকা মজুরি পাবে।
৩) স্বচ্ছ আইন, স্বাধীন ভারতঃ
ধোঁয়াশাযুক্ত CAA আইন বিলুপ্ত করা হবে। বন্ধ করে দেওয়া হবে NRC। অভিন্ন দেওয়ানি বিধি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না।
৪) নিশ্চিন্ত ভবিষ্যত অর্জন, যুবশক্তীর গর্জনঃ
২৫ বছর পর্যন্ত সকল স্নাতক এবং ডিপ্লোমাধারীদেরকে মাসিক উপবৃত্তি সহ ১ বছরের শিক্ষানবিশ প্রদান করা হবে। উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে।
৫) স্বল্পমূল্যে পেট্রোপণ্য, ভারতবর্ষে সকলে ধন্যঃ
পেট্রোল, ডিজেল এবং LPG সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামা পরিচালনা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দেশে।
৬) বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাশি অন্নদাতারঃ
স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে, ভারতের কৃষকদের জন্য MSP আইনত গ্যারান্টি দেওয়া হবে, যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে ন্যূনতম ৫০ শতাংশ বেশি নির্ধারণ করা হবে।
৭) আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবারঃ
SC, ST এবং OBC ছাত্রদের জন্য উচ্চ শিক্ষার বৃত্তির সংখ্যা তিনগুণ করা হবে। ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য বর্তমান বার্ধক্য পেনশন প্রতি মাসে এক হাজার টাকা বৃদ্ধি করা হবে (বার্ষিক ১২ হাজার টাকা)।
৮) অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশনঃ
প্রত্যেক রেশন কার্ডধারী প্রতি মাসে ৫ কেজি বিনামূল্যে রেশন পাবেন। প্রত্যেক উপকারভোগীর দোরগোড়ায় বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে।
৯) জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবেঃ
প্রতিটি বিপিএল পরিবার প্রতি বছর বিনামূল্যে ১০ টি এলপিজি সিলিন্ডার পাবে, যা পরিষ্কার রান্নার জ্বালানির অ্যাক্সেস প্রদান করবে।
১০) এগিয়ে বাংলা, এগোবে ভারতঃ
বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে ১৮ বছর বয়সি মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক ১০০০ টাকা এবং এককালীন ২৫০০০ টাকা অনুদান দেওয়া হবে। সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের বদলে উন্নততর স্বাস্থ্যসাথী বিমা চালু করা হবে। যা ১০ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন