পঞ্চম দফার ভোটের দুদিন আগে সিপিআইএমের ঢালাও প্রসংশা করলেন কুণাল ঘোষ। চলতি লোকসভা নির্বাচনে বামেদের ভোট বাড়বে বলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করলেন তৃণমূল নেতা। শুধু বাড়বেই নয়, বেশ কয়েকটি আসনে বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসবে বলে দাবি করেছেন তিনি। কুণাল ঘোষের মুখে বামেদের প্রসংশা শুনে জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে।
শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, "এবার সিপিএমের কিছু ভোট বাড়বে। আগে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল, সেটা খানিকটা ফিরবে। দমদম, যাদবপুর, শ্রীরামপুরসহ কিছু আসনে বামেরা দ্বিতীয় হবে। বিজেপি কিছু আসনে তৃতীয়। সামগ্রিকভাবে এর ফলে তৃণমূলের জয়ের ব্যবধান ও আসন সংখ্যা, দুটোই বাড়বে।" (বানান অপরিবর্তিত)
তাঁর দাবি, এবার পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৩০ থেকে ৩৫টি আসনে জিতবে তৃণমূল।
কুণালের এই পোস্টে এক নেটিজেন কমেন্ট করেছেন, "এতোটাই যদি সহজ হতো জেতা তবে কেন ডায়মন্ডহারবারে সমাজবিরোধী, রাষ্ট্রশক্তিকে নামাতে হচ্ছে, কংগ্রেস সমর্থিত সিপিএমের প্রার্থী প্রতীক উর রহমানের ওয়াল রাইটিং, হোর্ডিং, পোস্টার সব মুছে/ছিঁড়ে দিতে হচ্ছে, প্রচার করতে দেওয়া হচ্ছে না বেশ কিছু এলাকায়।"
আর এক নেটিজেন লিখেছেন, "তৃণমূল এবার খেলা দেখাচ্ছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এটা এখন পরিস্কার।"
বাংলায় ইতিমধ্যেই ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গেছে। আগামী সোমবার পঞ্চম দফায় ৭টি কেন্দ্র, ২৫ মে ষষ্ঠ দফায় ৮টি কেন্দ্র এবং ১ জুন সপ্তম দফায় ৯টি কেন্দ্রে নির্বাচন হবে। আগামী ৪ জুন ভোট গণনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন