ফল ঘোষণার সাত দিন পর ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজপির কেন্দ্রীয় নেতৃত্ব। আদিবাসী নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাইকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। রবিবার বিকেলে দলীয় বৈঠকে নবনির্বাচিত ৫৪ জন বিধায়ক বিষ্ণু দেওকে আইনসভায় তাঁদের নেতা হিসাবে নির্বাচিত করেছেন।
ছত্তিশগড়ের সবচেয়ে প্রবীণ আদিবাসী নেতাদের মধ্যে অন্যতম বিষ্ণু সাই। চারবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। অবিভক্ত মধ্যপ্রদেশেও দুবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। ছত্তিসগড় বিজেপির প্রধানও ছিলেন তিনি। ২০২২ সালে সাইকে সরিয়ে ওবিসি মুখ অরুণ সাওকে রাজ্য বিজেপি প্রধান করা হয়।
রবিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে সাইয়ের নাম প্রস্তাব করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। কয়েক সেকেন্ডের মধ্যে সেই প্রস্তাব সমর্থন করেন আটবারের বিধায়ক ব্রিজমোহন অগ্রবাল এবং রাজ্য বিজেপি প্রধান অরুণ সাও, যিনি লোরমি বিধানসভা আসনে জয়ী হয়ে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
বৈঠকের পরে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানান সাই।
রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে দলীয় বিধায়কদের ধন্যবাদ জানান সাই। আগামী ১২ অথবা ১৩ ডিসেম্বর, এই দুদিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় পাওয়ার উপর নির্ভর করে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
সাই বলেন, “ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে, আমার দল জনগণকে যে গ্যারান্টি দিয়েছে তা পূরণ করব। গত পাঁচ বছরে, ১৮ লক্ষ মানুষ আবাস যোজনা (হাউজিং স্কিম) পায়নি এবং আমার সর্বোচ্চ অগ্রাধিকার হবে তাদের সকলের জন্য তা নিশ্চিত করা।“
যুগ্ম উপমুখ্যমন্ত্রী হতে পারেন সাহু (তেলি) সম্প্রদায়ের ওবিসি মুখ অরুণ সাও এবং কাওয়ার্ধা থেকে কংগ্রেসের মোহাম্মদ আকবরকে পরাজিত করা সাংগঠনিক নেতা বিজয় শর্মা। স্পিকার হতে পারে রমন সিংকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন