১ জুন শেষ দফায় নির্বাচন মথুরাপুরে। বুধবার মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের হয়ে কাকদ্বীপে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোষণের অভিযোগ তুলে জনবিন্যাস বদল নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি। বলেন, “তুষ্টিকরণের জন্য সংবিধানের উপরও হামলা চালিয়েছে তৃণমূল।“
এদিনের সভা থেকে মোদী রাজ্যের শাসক দলকে নিশানা করে বলেন, “তৃণমূল রামমন্দিরকে অপবিত্র বলে। এমন দল বাংলার সংস্কৃতি রক্ষা করতে পারবে না। তুষ্টিকরণের জন্য সংবিধানের উপরও হামলা চালিয়েছে তৃণমূল। আমাদের সংবিধান দলিতদের সংরক্ষণ দিয়েছে। কিন্তু বাংলায় তার লুট হয়েছে।“
এরপরেই সম্প্রতি তৃণমূলের আমলে দেওয়া ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল প্রসঙ্গ টেনে মোদী বলেন, “মুসলিমদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওবিসিদের অধিকার কেড়ে মুসলিমদের দেওয়া হচ্ছে। কলকাতা হাই কোর্ট রদ করেছে। তৃণমূল এই নির্দেশ মানতে বাধ্য। কিন্তু মুসলিমদের মিথ্যা বলছে। তুষ্টিকরণের জন্য এরা যে কোনও সীমা লঙ্ঘন করতে পারে।“
সিএএ প্রসঙ্গে মোদী বলেন, “তৃণমূল বাংলায় অনুপ্রবেশকারীরা নিয়ে আসছে। অনুপ্রবেশকারীরা বাংলায় এসে আপনাদের জমিজায়গা কেড়ে নিচ্ছে। যুবকদের অধিকার কেড়ে নিচ্ছে। বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাস বদলানো হয়েছে। সিএএ নিয়ে কেন মিথ্যা বলেছে, কেন বিরোধিতা করেছে? অনুপ্রবেশকারীদের বাংলায় ঢোকানোর জন্য। হিন্দু শরণার্থীদের জায়গা দেবে না তৃণমূল। মতুয়াদের থাকতে দিতে চায় না।“
এরপরেই মোদীর হুঁশিয়ারি, “৪ জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে। আমাদের মতুয়া সমাজ এবং নমশূদ্র সমাজ নিজেদের অধিকার পাবেন। সকল শরণার্থীকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তৃণমূল বাংলার এই কেন্দ্রগুলিকে উন্নয়ন থেকে দূরে রেখেছে। কেবল বিজেপিই উন্নয়ন করতে পারে।“
এরপরেই মোদী অভিযোগ তোলেন তৃণমূল বাংলার অস্তিত্ব নষ্ট করতে চায়। সেকারণেই তৃণমূলের গুণ্ডারা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইস্কনের মতো প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। এছাড়াও এদিন মৎস্যজীবীরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পান না, সেটা নিয়েও তৃণমূলকে তোপ দাগেন মোদী।
মোদী আরও বলেন, “ভারত বিশ্বের পঞ্চম বড় অর্থনীতি থেকে তৃতীয় বড় অর্থনীতি হতে চলেছে। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা হওয়ার প্রয়োজন। ৪ জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে। এই জন্য বাংলা থেকে বিজেপি প্রার্থীদের জেতাতে হবে।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন