সোমবারই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়েছে নির্বাচন কমিশন। এখন রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্যের শাসকদল তৃণমূল। নির্বাচন কমিশনকে পার্টি অফিস বানিয়ে দিয়েছে বিজেপি বলে অভিযোগ করেছে তারা। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারির দাবি জানালো তৃণমূল।
সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক্স হ্যান্ডেলে পোষ্ট করে বলেন, “নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ধ্বংসের কৌশল নিয়েছে বিজেপি। বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? সেই কারণেই কি নির্বাচন কমিশনকে পার্টি অফিস বানিয়ে বিরোধীদের নিশানা করছে? নির্বাচিত সরকারের আধিকারিককে বদলি করা হচ্ছে! অবাধ, শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই।“
রাজীব কুমারের অপসারণের ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, “আমার শুধু রাজীব কুমারের কাছে একটা প্রশ্ন আছে, অন্যথায় তিনি একজন দক্ষ পুলিশ অফিসার হিসেবে বিবেচিত। কোন বিষয়ে তাঁকে এমন পর্যায়ে যেতে প্ররোচিত করেছে যে বারবার তাঁর ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে। যদিও তিনি এর থেকে কোনো শিক্ষা নিয়েছেন বলে মনে হয় না।”
অন্যদিকে, কমিশনের পদক্ষেপের পর দিলীপ ঘোষ বলেন, “নির্বাচন কমিশন যাদেরকে মনে করছে সরানোর দরকার তাদের সরাচ্ছে। অন্যান্য ছটা স্টেটের চিফ সেক্রেটারিদের সরিয়েছে। এগুলির মধ্যে বিজেপি শাসিত সরকারও আছে। এই প্রক্রিয়া নির্বাচনের অঙ্গ। আগের ভোট এবং সেই অফিসারদের রেকর্ড দেখে তারা সিদ্ধান্ত নেন যে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কী প্রয়োজন।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন