ত্রিপুরার দুই বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের মুখে আরও একবার বৈঠকে বসলো সিপিআইএম, কংগ্রেস এবং টিপরা মোথা। আগামী ৫ সেপ্টেম্বর রাজ্যের সিপাহীজোলা জেলার এই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে। মঙ্গলবার রাতে এই বৈঠকে বসেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব।
যদিও তিন রাজনৈতিক দলের বৈঠক হলেও বক্সানগর এবং ধনপুর কেন্দ্রে টিপরা মোথা এবং কংগ্রেস যে সিপিআইএম-কে সমর্থন করবেই এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
এই প্রসঙ্গে এক সিপিআইএম নেতা জানিয়েছেন, বিরোধী নেতা অনিমেষ দেববর্মা এবং কংগ্রেস রাজ্য সভাপতি আশিষ কুমার সাহার সঙ্গে বিজেপি বিরোধী ভোট আটকানো নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে।
গত ১৭ আগস্ট ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, আসন্ন বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস কোনও প্রার্থী দেবেনা। কারণ কংগ্রেস কোনোভাবেই বিরোধী ভোট ভাগ করার পক্ষপাতী নয়। ওই সময় টিপরা মোথার পক্ষ থেকেও একইভাবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানায়।
গতকালের বৈঠক প্রসঙ্গে অনিমেষ দেববর্মা জানিয়েছেন, রাজ্য বিধানসভায় টিপরা মোথার ১৩ বিধায়ক আছে এবং সিপিআইএম আমাদের কাছ থেকে উপনির্বাচনে সমর্থন চেয়েছে।
তিনি আরও বলেন, আমরা সিপিআইএম-কে জানিয়েছি তারা আমাদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হবার আগেই একতরফাভাবে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
দেববর্মা আরও জানান, টিপরা মোথা কোনও অবস্থাতেই আসন্ন উপনির্বাচনে বিজেপিকে সমর্থন করবে না। সিপিআইএম-এর সঙ্গে যৌথ প্রচারের বিষয়ে দলে আলোচনা হবার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক পেয়েছিলেন ১৯ হাজার ভোট। সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ পান ১৫ হাজার ভোট এবং টিপরা মোথা প্রার্থী অমিয় দয়াল নোয়াটিয়া পান ৮,৫০০ ভোট। এবারের উপনির্বাচনে এই কেন্দ্রে টিপরা মোথার কোনও প্রার্থী নেই।
বক্সানগর কেন্দ্রে গত নির্বাচনে সিপিআইএম প্রার্থী শামসুল হক পেয়েছিলেন ১৯ হাজার ভোট এবং বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছিলেন ১৪,৫০০ ভোট। এই কেন্দ্রে টিপরা মোথা প্রার্থী আবু খয়ের মিয়া পেয়েছিলেন ৩ হাজার ভোট। উপনির্বাচনে বিজেপিকে প্রকাশ্য সমর্থন জানানোয় টিপরা মোথা বর্তমানে আবু খয়ের মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন