লোকসভা নির্বাচনের আগে বিজেপির ঘর ভাঙতে মরিয়া উদ্ধব ঠাকরে শিবির। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ছাড়ার প্রস্তাব দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
নীতিন গড়করিকে শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী), এনসিপি এবং কংগ্রেস জোটে আনতে প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের এক জনসভা থেকে নীতিন গড়করিকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন তিনি। তিনি বলেন, বিজেপি যে কংগ্রেস নেতাকে (কৃপাশঙ্কর সিং) দুর্নীতিগ্রস্ত বলতো সেই নেতাকেই প্রথম প্রার্থী তালিকায় স্থান দিয়েছে। কিন্তু নীতিন গড়করির মতো মানুষের নাম প্রথম তালিকায় নেই।
পাশাপাশি শিবসেনা নেতা বলেন, 'আমি দু'দিন আগেই নীতিন গড়করিকে বলেছিলাম। আবারও বলছি যদি বিজেপিতে আপনাকে অপমান করা হয় তাহলে আপনি মহাবিকাশ আঘাদি জোটে যোগদান করতে পারেন। আপনার জয়ের গ্যারান্টি আমরা দিচ্ছি। আমাদের সরকার ক্ষমতায় এলে আপনাকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী করবো'।
প্রসঙ্গত, গত মাসেই বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতন গড়করি। তিনি বলেছিলেন, "বর্তমানে অনেকেই চান শুধু শাসকের সাথে থাকতে। নিজের দলের মতাদর্শ বিসর্জন দিয়ে অন্য দলে চলে আসেন। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আমি সবসময় মজা করে বলি, যে দলের সরকারই হোক না কেন এটা নিশ্চিত যে ভালো কাজ করা লোক কোনোদিন সম্মান পান না। আবার যারা দলবিরোধী কাজ করে বা অন্য কোনো খারাপ কাজ করেন তাঁদের শাস্তি হয় না।"
কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকেই হাতিয়ার করেছেন উদ্ধব ঠাকরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন