এনডিএ জোট ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারস। সোমবার আসন্ন লোকসভার ভোটের জন্য বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করেছে এনডিএ। যেখানে পশুপতি পারসের ভাইপো চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) সাথে জোট ঘোষণা করেছে বিজেপি। এরপরই এনডিএ জোট ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারস।
২০২০ সালে এলজেপি প্রধান রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর দল দু’ভাগে ভাগ হয়ে যায়। একটিতে থাকেন রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান এবং অন্য ভাগে থাকেন রামবিলাসের ভাই পশুপতি। সেই সময় লোকসভার স্পীকার ওম বিড়লা পারস গোষ্ঠীকেই মূল এলজেপি বলে স্বীকৃতি দিয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন পারস। ২০১৯ সালে জেতা ৬ এলজেপি সাংসদের ৫ জনই পারস গোষ্ঠীর সাথে ছিলেন। সাংসদ চিরাগ পাসোয়ান একা আলাদা ছিলেন। এরপর ওই বছরই বিহার বিধানসভা নির্বাচনের সময় এনডিএ ছাড়েন চিরাগ। সম্প্রতি তিনি ফের এনডিএ-তে ফিরেছেন। কিন্তু কাকার সাথে তাঁর সম্পর্ক ঠিক হয়নি।
সোমবার এনডিএ চিরাগ পাসোয়ানের সাথে জোট করে আসন ঘোষণা করে। আসন সমঝোতা অনুযায়ী জানা গেছে, বিজেপি লড়াই করবে ১৭ আসনে এবং জেডিইউ লড়বে ১৬ আসনে। এলজেপি (রামবিলাস) পাবে ৫টি আসন। জিতন রাম মাঝির HAM এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা পাবে ১টি করে আসন। জানা গেছে এবার পশুপতি পারসের হাজিপুর আসন থেকেই লড়াই করবেন চিরাগ। বিহারে মোট লোকসভা কেন্দ্র ৪০।
আগেই জল্পনা উঠেছিল এবার এলজেপি (রামবিলাস)-এর সাথে জোট করবে এনডিএ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে পারস বলেছিলেন, "আমরা আমাদের প্রাপ্য সম্মান না পেলে এনডিএ ত্যাগ করতে দ্বিধা করব না।" সেই জল্পনাই সত্যি হতে মঙ্গলবার সকালে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেন পশুপতি পারস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন