উনিশের লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুল গান্ধীকে হারিয়ে জিতেছিলেন বিজপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চলতি লোকসভায় ফের আমেঠি কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন স্মৃতি। এবার সেখান থেকে পিছিয়ে স্মৃতি ইরানি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তিনি।
চলতি লোকসভায় আমেঠি থেকে প্রার্থী হননি রাহুল গান্ধী। তাঁর জায়গায় কংগ্রেসের হয়ে প্রার্থী করা হয়েছে গান্ধী পরিবারের বিশ্বাসভাজন হিসাবে পরিচিত কিশোরী লাল শর্মাকে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে পিছনে ফেলে আমেঠিতে আপাতত এগিয়ে তিনিই। শেষ পাওয়া খবর অনুযায়ী, কিশোরী লাল শর্মা পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ভোট। এবং স্মৃতি ইরানি পেয়েছেন ১ লাখ ৯৪ হাজার ভোট।
অষ্টাদশ লোকসভায় রাহুল আমেঠির বদলে মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বেরেলি থেকে প্রার্থী হয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী রায়বেরেলিতে ২ লক্ষ ৩৩ হাজার ভোটে এগিয়ে রাহুল। তিনি ভোট পেয়েছেন ৪ লাখ ২২ হাজার। তাঁর নিকটতম প্রার্থী বিজেপির দীনেশ প্রতাপ সিং পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার। এবং রাহুল তাঁর নিজের কেন্দ্র কেরালার ওয়াইনডেও ৩ লক্ষাধিক ভোটে এগিয়ে।
উল্লেখ্য, কে এল শর্মার হয়ে আমেঠিতে লাগাতার প্রচার করে গিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রচারের সময় তিনি বলেছিলেন, "তিনি (শর্মা) গত ৪০ বছর ধরে আমেঠির সাথে যুক্ত। কে এল শর্মা আমেঠিতে আমার বাবার (রাজীব গান্ধী) সাথে যুক্ত ছিলেন। তিনি আমার মা (সোনিয়া গান্ধী) এবং আমার ভাই রাহুল গান্ধীর সাথেও কাজ করেছেন।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন