UP By-election 24: উত্তরপ্রদেশের এই উপনির্বাচন 'বাবাসাহেব' বনাম 'বাবা'র লড়াই - অখিলেশ যাদব

People's Reporter: অখিলেশ বলেন, এই লড়াইয়ের একদিকে তাঁরা আছেন যারা সংবিধানকে তৈরি এবং রক্ষা করছেন আর অন্যদিকে তাঁরা আছেন যারা এটাকে ধ্বংস করছেন। এই লড়াই বাবাসাহেব বনাম বাবা-র লড়াই।
উত্তরপ্রদেশে উপনির্বাচনের প্রচারে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব
উত্তরপ্রদেশে উপনির্বাচনের প্রচারে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবছবি - অখিলেশ যাদবের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

উত্তরপ্রদেশ বিধানসভার উপনির্বাচন আসলে ‘বাবাসাহেব’ বনাম ‘বাবা’-র লড়াই। উপনির্বাচনী প্রচারের শেষ দিনে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) একথা জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব

এদিনের এক্স বার্তায় অখিলেশ বলেন, “এই লড়াই হচ্ছে যারা বাবা সাহেব আম্বেদকরকে বিশ্বাস করে তাঁদের সঙ্গে যারা ‘বাবা’কে বিশ্বাস করে তাঁদের। একদিকে তাঁরা আছেন যারা সংবিধানকে তৈরি এবং রক্ষা করছেন আর অন্যদিকে তাঁরা আছেন যারা এটাকে ধ্বংস করছেন।”

ওই বিবৃতিতেই তিনি আরও বলেন, এখনও পর্যন্ত সংবিধান রক্ষা করেছে পিডিএ-কে, এবার পিডিএ রক্ষা করছে সংবিধানকে। জয় সংবিধান, জয় পিডিএ।

লোকসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে অখিলেশ যাদব পিডিএ (পিছড়ে, দলিত, অল্পসংখ্যক) বাঁচাও-এর শ্লোগান তুলেছিলেন।

উত্তরপ্রদেশের ন’টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী ২০ নভেম্বর। এই ন’টি কেন্দ্র হল কাটেহরি, কারহাল, মীরাপুর, গাজিয়াবাদ, মাঝাওয়ান, সিসামৌ, খাইর, ফুলপুর এবং কুন্ডকারি। এই ন’টি আসনের মধ্যে আটটির বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র শিসামৌ কেন্দ্রের সমাজবাদী পার্টির বিধায়ক ইরফান সোলাঙ্কি এক অপরাধমূলক ঘটনায় শাস্তিপ্রাপ্ত হওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায়।

২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এই ন’টি আসনের মধ্যে চারটি করে আসন বিজেপি এবং সমাজবাদী পার্টির দখলে ছিল। শুধুমাত্র মীরাপুর আসনে জয়ী হয়েছিল আরএলডি। বর্তমানে আরএলডি এনডিএ শরিক। বাকি আট আসনের মধ্যে ফুলপুর, গাজিয়াবাদ, মাঝওয়ান ও খইর আসনে বিজেপি এবং কাটেহরি, কারহাল, সিসামৌ ও কুন্ডকারি আসনে জয়ী হয়েছিল সমাজবাদী পার্টি।

এবারের নির্বাচনে সমাজবাদী পার্টি, বিজেপি এবং বিএসপি প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস কোনও আসনেই প্রার্থী না দিয়ে ইন্ডিয়া মঞ্চের শরিক সমাজবাদী পার্টিকে সমর্থন করছে।

এক নজরে উত্তরপ্রদেশের ৯ আসন -

কারহাল আসন – তেজপ্রতাপ যাদব (এসপি), অনুশ সিং (বিজেপি)। এই আসন থেকে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ৬৭,৫০৪ ভোটে জয়ী হয়েছিলেন এসপি প্রার্থী অখিলেশ যাদব।

কাটেহরি আসন – শোভাবতী ভারমা (এসপি), ধর্মরাজ নিষাদ (বিজেপি), অমিত ভারমা (বিএসপি), রাজেশ কুমার (এএসপি-কেআর)।  

মীরাপুর আসন – সুম্বুল রানা (এসপি), মিথিলেশ পাল (আরএলডি), শাহ নজর (বিএসপি), জাহিদ হুসেন (আজাদ সমাজ পার্টি-কে আর)। এই আসনে মিথিলেশ পাল বিজেপি প্রার্থী হলেও তিনি আরএলডি-র প্রতীকে লড়াই করছেন।

গাজিয়াবাদ আসন – সিং রাজ জাটভ (এসপি), সঞ্জীব শর্মা (বিজেপি), পরমানন্দ গর্গ (বিএসপি), সত্যপাল চৌধুরী (এএসপি – কে আর)।

মাঝাওয়ান আসন – জ্যোতি বিন্দ (এসপি), সুচিস্মিতা মৌর্য (বিজেপি), দীপক তেওয়ারী (বিএসপি)।

সিসামৌ আসন – নাসিম সোলাঙ্কি (এসপি), সুরেশ অবস্থি (বিজেপি), বীরেন্দ্র কুমার (বিএসপি)।

খাইর আসন – চারু কেন (এসপি), সুরেন্দ্র দিলের (বিজেপি), প্রহাল সিং (বিএসপি), নীতিন কুমার চোটেল (এএসপি)।

ফুলপুর আসন – জিতেন্দ্র কুমার সিং (বিএসপি), দীপক প্যাটেল (বিজেপি), মহম্মদ মুজতবা সিদ্দিকি (এসপি), শাহিদ খান (এএসপি – কে আর)।

কুন্ডকারি আসন – মহম্মদ রিজওয়ান (এসপি), রামবীর সিং (বিজেপি), হাজি চাঁদ বাবু (এএসপি – কে আর), রাফাতুল্লাহ (বিএসপি)।

উত্তরপ্রদেশে উপনির্বাচনের প্রচারে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব
Akhilesh Yadav: উত্তরপ্রদেশে ৮০ আসনে জিতলেও EVM-র উপর আমি বিশ্বাস করব না - অখিলেশ যাদব
উত্তরপ্রদেশে উপনির্বাচনের প্রচারে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব
Maharashtra: ভোটমুখী মহারাষ্ট্রে এবার রাহুল গান্ধীর হেলিকপ্টারে ব্যাগ খুলে তল্লাশি নির্বাচন কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in