উত্তরপ্রদেশে একটানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলেও আগের তুলনায় আসন বেশ কিছুটা কমেছে বিজেপির। পাশাপাশি বিজেপির এই জয়ের মাঝেও দলের বেশ কিছু প্রথম সারির উল্লেখযোগ্য নেতার পরাজয় বিস্মিত করেছে রাজনৈতিক মহলকে। রাজ্যের পরাজিত মন্ত্রীর সংখ্যা ছয়। যার মধ্যে সবথেকে বড়ো ব্যবধানে হেরেছেন মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ সিং। রাজ্যের পাট্টি কেন্দ্রে তাঁর পরাজয়ের ব্যবধান ২২,০৫১ ভোট।
এবারের নির্বাচনে উল্লেখযোগ্য পরাজয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর। সিরাথু কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজ্য বিজেপির এই প্রথম সারির নেতা পরাজিত হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী পল্লবী প্যাটেলের কাছে। পরাজয়ের ব্যবধান ৭,৩৩৭ ভোট।
কেশব প্রসাদ মৌর্য ছাড়াও উল্লেখযোগ্য পরাজয়ের মধ্যে আছেন যোগী সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী আনন্দ প্রকাশ শুক্লা। বৈরিয়া কেন্দ্র থেকে তিনি সমাজবাদী পার্টির প্রার্থী জয় প্রকাশ আঁচলের কাছে পরাজিত হয়েছেন ১২,৯৫১ ভোটে।
এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী উপেন্দ্র তিওয়ারী। যিনি ফেফনা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী সংগ্রাম সিংহের কাছে ১৯,৩৫৪ ভোটে পরাস্ত হয়েছেন।
এছাড়াও পরাজিত হয়েছেন রাজ্যের মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ সিং এবং মন্ত্রী সুরেশ কুমার রানা। রাজেন্দ্র প্রতাপ সিং পাট্টি আসনে সমাজবাদী পার্টির প্রার্থী রাম সিং-এর কাছে ২২,০৫১ ভোটে পরাস্ত হয়েছেন। অন্যদিকে সুরেশ রানা আরএলডি-র আশরাফ আলি খানের কাছে ১০,৮০৬ ভোটে থানা ভবন কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন।
পরাজিত হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র। তিনি ইটাওয়া কেন্দ্রে ১,৬৬২ ভোটে সমাজবাদী পার্টির প্রার্থী মাতা প্রসাদ পান্ডের কাছে পরাজিত হয়েছেন।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন