সমাজবাদী পার্টির পর তাদের জোটসঙ্গী জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল-এর পক্ষ থেকে নির্বাচনের আগে ওপিনিওন পোল নিষিদ্ধ করার দাবি তোলা হল। এই বিষয়ে ইতিমধ্যেই আরএলডি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। দলের মতে ওপিনিয়ন পোল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে৷ যা নিষিদ্ধ করা প্রয়োজন।
আরএলডির জাতীয় সম্পাদক অনিল দুবে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের সাথে দেখা করে এই বিষয়ে একটি স্মারকলিপি পেশ করেছেন। এর আগে গত সপ্তাহে, সমাজবাদী পার্টিও নির্বাচনের আগে জনমত সমীক্ষা নিষিদ্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল।
পরে সাংবাদিকদের সামনে আরএলডি নেতা বলেন, মনোনয়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এইসময় বিভিন্ন সংবাদ চ্যানেল যে জনমত সমীক্ষা দেখাচ্ছে তা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করছে।
তাঁর অভিযোগ, জনমত সমীক্ষা পক্ষপাতদুষ্ট এবং শুধুমাত্র একটি বিশেষ দলের স্বার্থে কাজ করছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন