UP Polls 22: নির্বাচনী প্রচারে শিশুদের উপস্থিতি - কনৌজের বিজেপি প্রার্থীকে নোটিশ কমিশনের

সাব-ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসার গজেন্দ্র কুমার জানিয়েছেন, শিশু অধিকার সংরক্ষণের জন্য জাতীয় কমিশন নির্দেশ জারি করেছে যে, কোনও প্রার্থী নির্বাচনী প্রচারে শিশুদের জড়িত করলে তা আচরণবিধি লঙ্ঘন করবে।
অসীম অরুণের নির্বাচনী প্রচার
অসীম অরুণের নির্বাচনী প্রচারছবি বনোয়ারীলাল দাহোরের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

নির্বাচনী প্রচারে শিশুদের উপস্থিতির কারণে নোটিশ পাঠানো হল কনৌজের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার অসীম অরুণকে। অতি সম্প্রতি তিনি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কনৌজ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্প্রতি বিজেপি প্রার্থী অসীম অরুণের নির্বাচনী প্রচারে জনা ১৫-১৬ শিশুকে উপস্থিত থাকতে দেখা যায়। যারা অসীম অরুণের পক্ষে ভোট প্রার্থনা করছিলো। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই উপ-জেলা নির্বাচন অফিসার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি প্রার্থীকে এই নোটিশ পাঠিয়েছেন। প্রাক্তন আইপিএস অফিসারকে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

সাব-ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসার গজেন্দ্র কুমার জানিয়েছেন, এক সপ্তাহ আগে, শিশু অধিকার সংরক্ষণের জন্য জাতীয় কমিশন নির্দেশ জারি করেছিল যে, যদি কোনও প্রার্থী নির্বাচনী প্রচারে শিশুদের জড়িত করে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে। কারণ এটি শিশু নির্যাতনের আওতার মধ্যে আসে। দল ও প্রার্থীদের দেওয়া এসব নির্দেশ বিভিন্ন সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে।

নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, "শিশুদের ছবি এবং ভিডিওগুলি গত ৩০ জানুয়ারির। যার বিরুদ্ধে ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশাবলী এবং আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রার্থীকে নোটিশ জারি করা হয়েছে৷ ৭২ ঘন্টার মধ্যে এই বিষয়ে স্পষ্ট উত্তর না দিলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

এই বিষয়ে মন্তব্যের জন্য বিজেপি প্রার্থী অসীম অরুণকে পাওয়া যায়নি।

অসীম অরুণের নির্বাচনী প্রচার
UP Polls 22: BJP-তে যোগ দিলেন কানপুরের প্রাক্তন পুলিশ কমিশনার অসীম অরুণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in