UP Polls 22: ভোটের ৪ দিন আগেও এসপি, বিএসপি-র সঙ্গে জোট প্রত্যাশী ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ

ভীম আর্মি প্রধান, গোরখপুর থেকে আজাদ সমাজ পার্টির (ASP) প্রার্থী চন্দ্রশেখর আজাদ বলেন, তিনি SP প্রধান অখিলেশ যাদব এবং BSP প্রধান মায়াবতীর প্রতি হতাশ হলেও এখনও নির্বাচন-পরবর্তী জোটের জন্য অপেক্ষা করছেন
চন্দ্রশেখর আজাদ
চন্দ্রশেখর আজাদফাইল চিত্র - সংগৃহীত
Published on

আগামী বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফার ভোটের চার দিন আগে এখনও জোট গড়তে আগ্রহী চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি। ভীম আর্মি প্রধান এবং গোরখপুর থেকে আজাদ সমাজ পার্টির (এএসপি) প্রার্থী চন্দ্রশেখর আজাদ জানিয়েছেন, তিনি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বিএসপি প্রধান মায়াবতীর প্রতি হতাশ হলেও এখনও তাদের সাথে নির্বাচন-পরবর্তী জোটের জন্য অপেক্ষা করছেন। কারণ তার মূল উদ্দেশ্য হল বিজেপিকে ক্ষমতায় ফেরা থেকে ঠেকানো।

চন্দ্রশেখর সাংবাদিকদের জানান, তিনি আসন্ন নির্বাচনে বিজেপিকে আটকাতে অখিলেশের সঙ্গে জোটের চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, "আমি অখিলেশ যাদবকে সম্মান করি। কিন্তু আমি অন্য বর্ণ ও ধর্মের লোকদের কষ্ট পেতে দেখতে পারি না। তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু আমি আবার একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছি এবং আমাদের আন্দোলন গড়ে তুলেছি। আমি অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট বেঁধে সামাজিক পরিবর্তন মোর্চা গঠন করেছি। কেন? মানুষ কেন বিরোধী দলকে ভোট দেবে? তারা কি জনগণের জন্য লড়াই করেছে নাকি বিজেপির একনায়কত্ব থেকে তাদের রক্ষা করেছে? অখিলেশ বলছেন, নির্বাচিত হলে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন তিনি তা করেননি? ২০১২ থেকে ২০১৭? যদিও যাই হোক না কেন নির্বাচনের পরে কী হয় তা আমরা দেখব এবং বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকাতে যা যা করা দরকার তা করব।"

তিনি নিজেকে দলিত নেতা হিসাবে ঘোষণা করছেন কিনা জানতে চাইলে চন্দ্র শেখর বলেন, "আমাকে দলিত নেতা হিসাবে প্রজেক্ট করা হয়েছে। কিন্তু আমি 'বহুজন একতা'-এর দিকে কাজ করছি। আমি NEET কোটা, ওবিসি-র জন্য আদমশুমারি, CAA এবং এনআরসি সহ বিভিন্ন বিষয়ে লড়াই করেছি। আমি যুব নেতৃত্ব তৈরি করেছি এবং গরিবদের কাজ করার সুযোগ দিয়েছি। অখিলেশ যাদব এবং মায়াবতীর মতো নেতারা জনগণের চেয়ে নিজেদের রাজনীতি নিয়ে বেশি চিন্তিত। গত পাঁচ বছরে মায়াবতী দলিতদের জন্য কী করেছেন? সমাবেশ করছেন এবং দাবি করছেন ভোট তার একমাত্র কাজ নয়। তাঁর দলিতদের পাশে দাঁড়ানো উচিত। আমি তাকে সম্মান করি কিন্তু আমি দলিত সমাজকে বিএসপির হাতে মরার জন্য ছাড়তে পারি না।"

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে চন্দ্রশেখর বলেন, "যোগী আদিত্যনাথ কখনই মুখ্যমন্ত্রী পদের জন্য এগিয়ে ছিলেন না। এমনকি, তিনি এমনকি একজন বিধায়কও ছিলেন না। বিজেপি ওবিসিদের ভিত্তিতে ভোট চেয়েছিল তাই তাকে মুখ্যমন্ত্রী করেছিল। তার দলের এক সাংসদ প্রকাশ্যে বলেছেন, যে যোগী তাঁর সাথে খারাপ ব্যবহার করেছেন। তার অন্য বিধায়করা এই ঘটনায় প্রতিবাদে বসেছিলেন। তিনি একজন স্বৈরশাসক এবং মানুষ যখন স্বৈরশাসকদের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন এমনকি ইন্দিরা গান্ধীর মতো শক্তিশালী নেত্রীও নির্বাচনে হেরে যান। "

এএসপি নেতা আরও বলেন, গোরখপুরকে এক প্রার্থী বা এক দলের দুর্গ হিসাবে বিবেচনা করা উচিত নয়। তিনি বলেন, "মানুষই ঠিক করে কে তাদের নেতৃত্ব দেবে। গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রী কী করেছেন তা দেখুন। রাজ্যের ক্ষেত্রে কী ভুল তার উল্লেখযোগ্য উদাহরণ হাথরস ধর্ষণের ঘটনা। ঘটনাটা এমনিতেও ভয়ঙ্কর ছিল, তারপর পুলিশি ব্যবস্থায় তারা পরিবারকে তাদের সন্তানের দেহ দাহ করার অধিকার থেকে বঞ্চিত করেছে। সরকার পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কিছুই দেওয়া হয়নি। সরকার বলছে অপরাধীদের সম্পত্তির ওপর বুলডোজার চালানো হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যারা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের কী হবে? । যোগী জনগণের নেতা নয়, তাঁর ঠাকুর সম্প্রদায়ের নেতা।"

চন্দ্রশেখর আজাদ
দলিত নেতাকে জোটে চান না, কেবল দলিতদের ভোট চান - অখিলেশের ওপর ক্ষোভ জানিয়ে জোট ভেস্তে দিলেন রাবণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in