উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী মনিন্দার পাল সিং। মীরাট জেলার শিবালখাস কেন্দ্রের বিজেপি প্রার্থী মনিন্দার পাল সিং প্রচার চালানোর সময় তাঁর গাড়ির ওপর আক্রমণ হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্র অনুসারে, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এতে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায়। ওই সময় তিনি জাঠ অধ্যুষিত এক গ্রামে প্রচার করছিলেন। ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রীয় লোকদলের দিকে অভিযোগ আনা হয়েছে। যার উত্তরে আরএলডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের সহানুভূতি উদ্রেকের জন্য বিজেপি নিজেই এই ঘটনা ঘটিয়েছে।
প্রসঙ্গত, শিবালখাস কেন্দ্রের বিজেপি প্রার্থী মনিন্দার পাল সিং বিজেপিতে যোগ দেবার আগে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির সদস্য ছিলেন। এর আগে গত সপ্তাহে প্রচারে বেরিয়ে তিনি একইরকম আক্রমণের মুখে পড়েছিলেন মীরাট জেলার পাটোলি গ্রামে। যেখানে উত্তেজিত জনতা তাঁকে ওই এলাকা থেকে চলে যেতে বলে এবং বিজেপি বিরোধী শ্লোগান দেয়।
শুধুমাত্র নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রমণের মুখে পড়াই নয়। মনিন্দার পাল সিং-এর প্রার্থীপদ ঘোষণার পর থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। যেদিন তাঁর প্রার্থীপদ ঘোষিত হয় সেদিনই স্থানীয় মানুষজন তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে ধরণায় বসেন। তাঁদের দাবি ছিলো সারদানার মানুষ মনিন্দার পাল সিংকে শিবালখাস কেন্দ্রের প্রার্থী করা যাবেনা।
উল্লেখ্য, শিবালখাস কেন্দ্রের বর্তমান বিধায়ক জিতেন্দ্র পাল সিং-কে মনোনয়ন না দিয়ে এই কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মনিন্দার পাল সিংকে। এলাকায় যথেষ্ট জনপ্রিয় জিতেন্দ্র পাল সিং-কে মনোনয়ন না দেওয়ায় স্থানীয়দের মধ্যে বর্তমান বিজেপি প্রার্থীকে ঘিরে ব্যাপক ক্ষোভ আছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন