UP Polls 22: পকোড়া ভাজাও একটা শিল্প, পকোড়া ভেজেই জনসংযোগ এলাহাবাদের বিজেপি প্রার্থীর

বিরোধীদের বক্তব্য, সাত বছর আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলেই বছরে ২ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি দূর, উল্টে নোটবাতিল আর করোনার থাবায় চাকরি হারিয়েছেন কয়েক কোটি মানুষ
বিজেপি প্রার্থী নন্দ গোপাল গুপ্ত (বামে) সিদ্ধার্থনাথ সিংহ (ডানে)
বিজেপি প্রার্থী নন্দ গোপাল গুপ্ত (বামে) সিদ্ধার্থনাথ সিংহ (ডানে)ছবি - সংগৃহীত
Published on

বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন নির্বাচনী প্রার্থীরা। এরকমই দেখতে অভ্যস্ত আমজনতা। এবার প্রার্থীর কাছে গিয়ে সাধারণ মানুষ খাওয়া-দাওয়া সারছেন। সম্পন্ন হচ্ছে জনসংযোগ। অভিনব প্রচারের সাক্ষী রইল উত্তরপ্রদেশ।

যোগীর রাজ্যে এখনও কয়েকদফা বিধানসভা নির্বাচন বাকি। কিন্তু প্রচারের জন্য প্রার্থী এলাহাবাদের রাস্তায় রাস্তায় না ঘুরে বাজার বা চৌরাস্তার মতো জমজমাট জায়গায় বসে সঙ্গীদের আনা উপকরণ দিয়ে ভাজছেন পুরী-পকোড়া। গরম গরম সেসব খেয়ে পথচলতি জনতা খুশ। সঙ্গের কর্মীরাও ঘনঘন ‘জিন্দাবাদ’ ধ্বনি দিচ্ছেন নেতার নামে। প্রচারও সেরে নিচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রী তথা এলাহাবাদ পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থনাথ সিংহ।

তাঁর মতোই এলাহাবাদ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা নন্দ গোপাল গুপ্তও পুরী-পকোড়ার সঙ্গে চা তৈরি করে বিলি করছেন। পুরী-পকোড়া ভাজার সঙ্গে বার্তা দেওয়ার চেষ্টা চলছে যে, বেকারত্ব নিয়ে বিরোধীদের বক্তব্য সত্যি নয়।

উত্তরপ্রদেশের এ বারের ভোটে বিজেপির অন্যতম বড় সমস্যা, বেকারত্ব নিয়ে রাজ্যের দুই বিরোধী দল সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের লাগাতার প্রচার। বিরোধীদের বক্তব্য, সাত বছর আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলেই বছরে ২ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি দূর, উল্টে নোটবাতিল আর করোনার থাবায় চাকরি হারিয়েছেন কয়েক কোটি মানুষ। দেশে বেকারত্ব গত ৪৭ বছরে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।

মোদি সরকারের দেওয়া হিসেব বলছে, স্নাতকদের ৬০ শতাংশেরও বেশি বেকার। যদিও বেকারত্ব নিয়ে এত ভাবতে নারাজ প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, পকোড়া ভাজাও একটা শিল্প। প্রসঙ্গত বঙ্গেও চপ ভাজাকে শিল্প বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে, সরকারি তথ্যকে হাতিয়ার করেই বেকারদের মন পেতে ঝাঁপিয়ে পড়েছেন বিরোধীরা।

অন্যদিকে, মোদির ‘পরামর্শ’কে হাতে-কলমে বোঝানোর চেষ্টা করছেন ইলাহাবাদের দুই বিজেপি প্রার্থী। পকোড়া ভাজার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা ছাড়াও যোগী সরকার বহু মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। কংগ্রেস অবশ্য কটাক্ষ করে বলছে, বিজেপি ‘পকোড়া-পলিটিক্স’ করে মানুষকে ভুল বোঝাচ্ছে। উত্তরপ্রদেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহের দাবি, তাঁদের জমানায় বহু লোককে ব্যবসার জন্য ঋণ দেওয়া হয়েছে।

বিজেপি প্রার্থী নন্দ গোপাল গুপ্ত (বামে) সিদ্ধার্থনাথ সিংহ (ডানে)
UP Polls 22: ৫ বছরে কোনো কাজ করেননি, মঞ্চে কান ধরে ওঠ-বস করে ক্ষমা চাইলেন BJP বিধায়ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in