আগ্রার ভাদাওয়ার রাজপরিবারের সদস্য, বিজেপি প্রার্থী রানি পক্ষালিকা সিং উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সবচেয়ে ধনী মহিলা প্রার্থী৷ তিনি আগ্রার বাহ বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রানি পাকশালিকা সিং-এর হলফনামা অনুসারে, তাঁর এবং তাঁর স্বামী রাজা অরিদমন সিংয়ের কাছে মোট ১৩২টি অস্ত্র রয়েছে। পক্ষালিকা সিং-এর কাছে আছে একটি ২২ বোরের এনপিবি রাইফেল, পিস্তল এবং ডিবিবিএল বন্দুক।
একই সঙ্গে তাঁর স্বামীর নামে একটি ১২ বোরের ডিবিবিএল বন্দুক, একটি পিস্তল, একটি কার্বাইন, ৩৪টি তলোয়ার, ৩১টি ছোরা, ৫৩টি ও ৮টি ছুরি রয়েছে। তাঁদের বাড়িতে মোট ঘোষিত অস্ত্রের সংখ্যা ১৩২টি। যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
পক্ষালিকা তাঁর হলফনামায় আরও জানিয়েছেন, স্বামী এবং তাঁর কাছে মোট ৫০ হাজার টাকা নগদ রয়েছে এবং তাঁর নামে ও তাঁর স্বামীর নামে ২১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যার মধ্যে ৯টি অ্যাকাউন্ট তাঁর নামে, ৮টি রাজা অরিদমন-এর নামে এবং পারিবারিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৪টি।
পক্ষালিকার ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১.৩৯ কোটি টাকা এবং রাজা অরিদমনের আটটি অ্যাকাউন্টে ৬৮.৫১ লক্ষ টাকা জমা রয়েছে। পারিবারিক অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকা আছে।
৬১ বছর বয়সী রানী পক্ষালিকা ব্যবসা, কৃষি ও বিনিয়োগ থেকে লাভকে আয়ের তাঁর উপায় হিসেবে বর্ণনা করেছেন। ওই হলফনামা অনুসারে, তাঁর এবং তাঁর স্বামীর ৯০ লাখ টাকা মূল্যের গয়না আছে।
পক্ষালিকার মোট অস্থাবর সম্পত্তির মূল্য ২.২৩ কোটি টাকা, যেখানে তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তির মূল্য ১.৩০ কোটি টাকা।
পক্ষালিকার স্থাবর সম্পত্তি রয়েছে ৫ কোটি টাকার এবং তার স্বামীর ৩১.১৭ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। পরিবারটির ১৮.২৭ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে। এই দম্পতির কাছে থাকা মোট জমির বাজার মূল্য ৫৪.৪৪ কোটি টাকা।
পক্ষালিকা আগ্রার ভাদাওয়ার রাজপরিবারের অন্তর্গত, যারা স্বাধীনতার পর থেকে সক্রিয় রাজনীতিতে রয়েছে এবং এই পরিবারের সদস্যরা ১১ বার এই আসনে জয়ী হয়েছেন। ভাদাওয়ার রাজপরিবারের রাজা মহেন্দ্র রিপুদমন সিং ১৯৫২ সালে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিধায়ক নির্বাচিত হন। এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। পরে তিনি জনতা পার্টিতে যোগদান করেন এবং ১৯৮০ সাল পর্যন্ত বাহ বিধানসভা আসনের প্রতিনিধিত্ব করেন।
এই রাজপরিবারের দ্বিতীয় প্রজন্ম ১৯৮৯ সালে নির্বাচনী ময়দানে প্রবেশ করে। ওই সময় তাঁর পুত্র, রাজা অরিদমন সিং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। এরপর জনতা দলের টিকিটে ১৯৯১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৯৬ এবং ২০০২ সালে তিনি বিজেপির মনোনয়নে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছেছিলেন।
২০০৭ সালে রাজা অরিদমন সিং বিএসপি প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেন এবং ২০১২ সালের নির্বাচনে জয়ী হন।
- with IANS inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন