বহুজন সমাজ পার্টি (বিএসপি) জাতীয় মুখপাত্র হিসাবে এই প্রথম কোনও মহিলাকে নিযুক্ত করল। সম্প্রতি বহেনজীর দলে যোগ দিয়েছেন ‘নির্ভয়া মামলা’র আইনজীবী সীমা কুশওয়াহা। তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিল বিএসপি। সীমা কুশওয়াহাই বিএসপি-র প্রথম মহিলা মুখপাত্র।
একটি বিবৃতিতে বহুজন সমাজবাদী পার্টি জানিয়েছে, কুশওয়াহা নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মহিলাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের এক কর্মকর্তার কথায়, “কুশওয়াহাকে বিএসপি প্রধান মায়াবতী দলের মুখপাত্র নিযুক্ত করেছেন। তিনি শুধুমাত্র একজন ব্যতিক্রমী আইনজীবীই নন, তিনি সমাজসেবাও করেন। পশ্চিম উত্তর প্রদেশ, ইটাওয়া এবং বুন্দেলখণ্ডের মৌর্য, শাক্য এবং কুশওয়াহা সম্প্রদায়ের মধ্যে তার ভালো প্রভাব রয়েছে। ভবিষ্যতে তিনি আরও বড় দায়িত্ব দেওয়া হবে।”
গত ২০ জানুয়ারি বিএসপিতে যোগ দেন সীমা কুশওয়াহা। তিনি আগেই জানিয়েছিলেন যে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তবে দল তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে। তিনি বলেন – “আমি নির্বাচনের ঠিক আগে দলে এসেছি, প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্য নিয়ে আমি দলে যোগ দিইনি। তবে দল আমাকে যা করতে বলবে আমি তাই করব। রাজনীতি ও সমাজ সংস্কার একসাথে চলে। যে বিষয় নিয়ে আমি এতদিন লড়াই করছি, সেগুলি এখনই রাজপথে ও নীতিগত স্তরে নিয়ে যাওয়া দরকার।”
তিনি আরও বলেন - “বিএসপি প্রধান দলিত, বঞ্চিত এবং অনগ্রসর শ্রেণীর অধিকারের জন্য লড়াই করছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে তার চার মেয়াদে, মায়াবতী রাজ্যের উন্নয়ন এবং দুর্বল শ্রেণীর কল্যাণের জন্য কাজ করেছিলেন।” প্রসঙ্গত, সীমা কুশওয়াহা হাতরস কান্ডেও আইনজীবী।
- Inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন