UP Polls 22: শেষ দফায় বিজেপি, সমাজবাদী পার্টির থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় জাতিভিত্তিক রাজনৈতিক দল

রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ দফার নির্বাচনে BJP এবং SPর থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বিভিন্ন জাত এবং সম্প্রদায়ভিত্তিক রাজনৈতিক দল। যার মধ্যে কিছু দল বিজেপির ও কিছু দল সমাজবাদী পার্টির সহযোগী।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ফাইল ছবি
Published on

উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ৭ মার্চ। রাজ্যের মোট ৫৪টি আসনের জন্য সোমবার ভোটগ্রহণ। যে নয় জেলায় আগামীকাল ভোটগ্রহণ হবে তার মধ্যে আছে বারাণসী, আজমগড়, জৌনপুর, গাজীপুর, ভাদোহী, মির্জাপুর, মৌ, শোনভদ্র এবং চান্দৌলী। ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ মার্চ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ দফার নির্বাচনে বিজেপি এবং সমাজবাদী পার্টির থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বিভিন্ন জাত এবং সম্প্রদায়ভিত্তিক রাজনৈতিক দল। যার মধ্যে বেশ কিছু দল বিজেপির এবং কিছু দল সমাজবাদী পার্টির সহযোগী।

আগামীকালের নির্বাচনে লড়াইয়ের ময়দানে আছে আপনা দল, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, জনবাদী পার্টি, নিষাদ পার্টি, ভিআইপি প্রভৃতি রাজনৈতিক দল। যাদের প্রত্যেকেই বিভিন্ন জাতভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত।

ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ২০১৭ নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে ৮টি আসনে লড়াই করলেও এবার এই রাজনৈতিক দল জোট বেঁধেছে সমাজবাদী পার্টির সঙ্গে। গতবার ৪ আসনে জয়ী এসবিএসপি এবার প্রতিদ্বন্দ্বিতা করছে ১৮ আসনে। বিশেষ করে যেখানে রাজভর গোষ্ঠীর মানুষজন বেশি থাকেন সেই সেই অঞ্চলেই তারা প্রার্থী দিয়েছেন।

একইভাবে লড়াইয়ের ময়দানে আছেন আপনা দল এবং নিষাদ পার্টির প্রার্থীরা। যে দুই রাজনৈতিক দলই বিজেপির জোটসঙ্গী। গতবারের নির্বাচনে আপনা দল জয়ী হয়েছিলো ৯ টি আসনে এবং নিষাদ পার্টি জয়ী হয় ১ আসনে। মূলত কূর্মী এবং মাঝি অধ্যুষিত অঞ্চলে এই দুই রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও শেষ পর্বের নির্বাচনে একাধিক আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিহারে এনডিএ জোটসঙ্গী মুকেশ সাহানীর বিকাশশীল ইনসান পার্টি। যদিও উত্তরপ্রদেশে দলের সভাপতি এবং বিহারের মন্ত্রী মুকেশ সাহানী ঘোষণা করেছেন বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই তাঁদের একমাত্র লক্ষ্য। লক্ষ্যণীয়ভাবে অন্য এনডিএ জোটসঙ্গী জেডি(ইউ) প্রার্থীদের পক্ষে প্রচার করেছেন মুকেশ সাহানী। এই নির্বাচনে জেডি(ইউ)-ও এনডিএ জোটসঙ্গী হওয়া সত্ত্বেও এককভাবে লড়াই করছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in