আজাদ সমাজ পার্টি এবং সেই দলের নেতা চন্দ্রশেখর আজাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সমাজবাদী পার্টির নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী উমা কিরণকে বহিষ্কার করলো দল। তাঁকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি প্রমোদ ত্যাগী।
সূত্র অনুসারে, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে উমা কিরণ পুরকাজি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়েছিলেন। যদিও তাঁর সেই দাবি খারিজ করে সমাজবাদী পার্টির নেতৃত্ব।
এরপরেই তিনি চন্দ্রশেখর আজাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজাদ সমাজ পার্টি তাঁকে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলে। তাঁকে সম্প্রতি চন্দ্রশেখর আজাদের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনেও দেখা যায়। তারপরেই তাঁকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন