উত্তরপ্রদেশে যোগী সরকারের প্রাক্তন দুই মন্ত্রী এবং দুই বিজেপি বিধায়ক যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। শুক্রবার সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের উপস্থিতিতে হওয়া এক অনুষ্ঠানে তাঁরা নতুন দলে যোগ দেন। এর আগে গত মঙ্গলবার থেকে তিন দিনে তিন মন্ত্রী সহ ১০ বিজেপি বিধায়ক দলত্যাগ করেছেন। যার মধ্যে অবতার সিং ভান্দানা ইতিমধ্যেই যোগ দিয়েছেন জয়ন্ত চৌধুরীর আরএলডিতে।
এদিন সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা স্বামী প্রসাদ মৌর্য বলেন, তিনি উত্তরপ্রদেশকে বিজেপির শাসন থেকে মুক্ত করতে সর্বশক্তি নিয়োগ করবেন। তিনি আরও বলেন, যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের মানুষকে বিপথে চালিত করেছেন। আমি বিজেপিকে জানাতে চাই আজ থেকে তাদের পতনের ঘণ্টা বাজা শুরু হল।
বিজেপি নেতাদের সমাজবাদী পার্টিতে স্বাগত জানিয়ে অখিলেশ যাদব বলেন, বিজেপি রাজ্যের গরীব মানুষকে লুঠ করছে এবং বড়লোকদের জন্য কাজ করছে।
এদিনই সমাজবাদী পার্টিতে যোগ দিলেন আপনা দলের বিধায়ক অমর সিং চৌধুরী। এছাড়াও বিজেপির ভগবতী সাগর, রোশনলাল ভারমা, বিনয় শাক্য, ব্রিজেশ প্রজাপতি এবং মুকেশ ভারমা।
উল্লেখ্য, সাত দফায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোট হবে আগামী ১০ ফেব্রুয়ারি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন