UP Polls 22: স্বেচ্ছাবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন ইডি কর্তা!

টুইটে ইডির কর্তা লিখেছেন, ২৪ বছরের এই পথ চলা থেমে গেল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানাই।
রাজেশ্বর সিং
রাজেশ্বর সিংফাইল চিত্র - সংগৃহীত
Published on

সময়ের আগেই অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কেন্দ্র তাতে সম্মতি দেয়। সম্মতি নিয়েই অবসর নেন। তারপরেই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন এক ইডি-কর্তা। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিতে চলেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যুগ্ম অধিকর্তা রাজেশ্বর সিং।

তাঁর কেরিয়ার প্রোফাইল বেশ নজরকাড়া। টু-জি কেলেঙ্কারি, সাহারা মামলা, সিডব্লিউজি মামলা, এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি মামলা, আইএনএক্স মিডিয়া-সহ একাধিক ঘটনার হাই প্রোফাইল মামলায় তদন্তকারী অফিসার হিসাবে কাজ করেছেন তিনি। সোমবার তিনি জানান, তাঁর স্বেচ্ছাবসরের আবেদনপত্র অর্থমন্ত্রক গ্রহণ করেছে। এরপরেই রাজনীতিতে যোগ দিতে চান তিনি।

উত্তরপ্রদেশ পুলিশে এনকাউন্টার স্পেশালিস্ট ছিলেন রাজেশ্বর। ২০০৭ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যোগ দেন তিনি। ২০১৪ সালে এজেন্সিতে নিযুক্ত হন তিনি। টুইটে ইডির যুগ্ম অধিকর্তা রাজেশ্বর সিং লিখেছেন, ২৪ বছরের এই পথ চলা থেমে গেল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা এসকে মিশ্রকে ধন্যবাদ জানাই।

তিনি জানিয়েছেন, এতদিনে তিনি যা যা শিখেছেন, এবার তা মানুষের সেবায় ও দেশের অখণ্ডতা রক্ষায় কাজে লাগাতে চান। টুইটের সঙ্গে একটি চিঠিতে রাজেশ্বর সিং জানান, শৈশব থেকেই তিনি তাঁর বাবা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ অফিসার রণবাহাদুর সিংয়ের দেখানো পথেই হাঁটতে চেয়েছেন।

সূত্রের খবর, সব ঠিক থাকলে বিজেপিতেই যোগ দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার এই পদস্থ কর্তা। তিনি আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়ার চেষ্টা করছেন। সুক্তানপুর থেকে বিজেপির টিকিট পেতে চান কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকা এই কর্তা। ২০১৪ সালেও সিং আমরোহা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জোরদার চেষ্টা করেছিলেন।

রাজেশ্বর সিং
UP Assembly Poll: বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন ED-র জয়েন্ট ডিরেক্টর, নিলেন স্বেচ্ছা অবসর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in