UP Polls 22: যোগী আদিত্যনাথকে দেখে অনুপ্রানিত, টিকিট পেতে আগ্রহী অযোধ্যার অধিকাংশ সাধু

মহন্ত পরমহংস দাস বলেছেন: “আমি বিজেপির কাছ থেকে টিকিট চাইছি। যদি দল টিকিট দিতে অস্বীকার করে, তাহলে আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেব।”
যোগী আদিত্যনাথ (মাঝে)
যোগী আদিত্যনাথ (মাঝে)ফাইল চিত্র - সংগৃহীত
Published on

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারা অনুপ্রাণিত হয়ে, এখন অযোধ্যার সাধুরাই রাজনীতিতে নামতে চান। হনুমান গড়ি মন্দিরের অন্যতম পুরোহিত মহন্ত রাজু দাস এবং মহন্ত পরমহংস দাস অযোধ্যা (সদর) বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এই কেন্দ্রকে একটি ভিআইপি কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়।

বিজেপির বেদ প্রকাশ গুপ্ত, এই আসন থেকে বর্তমান বিধায়ক। আসন্ন বিধানসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাম জন্মভূমি, যেখানে রাম মন্দির নির্মান চলছে, এই নির্বাচনী এলাকাতেই। মহন্ত পরমহংস দাস বলেছেন: “আমি অযোধ্যা বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিজেপির কাছ থেকে টিকিট চাইছি। যদি দল টিকিট দিতে অস্বীকার করে, তাহলে আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেব।” তাঁর দাবি – “মৌলবীরা বেতন পেতে পারেন, তবে সাধকদেরও বেতন দিতে হবে।”

পরমহংস দাস প্রায়ই বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য খবরের শিরোনামে থাকেন। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের এক বছর আগে, ২০১৯ সালের নভেম্বরে পরমহংস দাস ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য আদেশ আনতে ব্যর্থ হলে তিনি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় বসে আত্মহত্যা করবেন।

মহন্ত রাজু দাসও রাজনৈতিক জীবনে পা রাখতে আগ্রহী। তিনি এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতাদের সাথে কথাও বলেছেন। তবে রাম লালা মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস সক্রিয় রাজনীতিতে সাধুদের প্রবেশের বিরুদ্ধে। তিনি বলেন - “দুটি নীতি আছে - রজনীতি এবং ধর্মনীতি। যারা ধর্মনীতিতে আছেন তাদের অবশ্যই রাজনীতিতে অংশ নেওয়া উচিত নয়। এই দুটি ভিন্ন ক্ষেত্র।”

সত্যেন্দ্র দাস, একজন প্রাক্তন সংস্কৃত অধ্যাপক এবং গত ২৮ বছর ধরে অস্থায়ী রাম জন্মভূমি মন্দিরে রাম লালার পূজা করছেন। তিনি সম্প্রতি বলেন যে, যোগী আদিত্যনাথের অযোধ্যা আসনে প্রতিদ্বন্দ্বিতা না করা একটি ভাল সিদ্ধান্ত। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, এই সপ্তাহের শুরুতে বলেন যে সাধুদের মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়। তাঁর কথায় – “কোনও মানুষ দুটি ভূমিকা একসঙ্গে পালন করতে পারে না। একজন সাধু একজন ‘মহন্ত’ হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারে না। ইসলামের ‘খিলাফত’ ব্যবস্থায় এটি সম্ভব, যেখানে ধর্মীয় প্রধানও রাজা হতে পারে।”

যোগী আদিত্যনাথ (মাঝে)
UP Polls 22: আমাকে নয়, আমন্ত্রণ পাঠান ৭০০ কৃষকের পরিবারকে - বিজেপির আবেদন ফিরিয়ে জয়ন্ত চৌধুরী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in