নির্বাচনী প্রচারে এসে মঞ্চের ওপরেই কান ধরে ওঠ-বস করলেন উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক। গত পাঁচ বছরে কোনো কাজ করেননি তিনি, তার এই ভুলের জন্য নিজের নির্বাচনী কেন্দ্রের জনগণের কাছে ক্ষমা প্রার্থনার জন্য এই কাজ করেছেন বিধায়ক ভূপেশ চৌবে। বিধায়কের এই কান্ডে জনগণ তো বটেই, মঞ্চে উপস্থিত থাকা ব্যক্তিরাও অবাক।
পূর্ব উত্তরপ্রদেশের সোনভদ্রের রবার্টসগঞ্জের বিধায়ক ভূপেশ চৌবে। গত পাঁচ বছরে নিজের কেন্দ্রের কোনো উন্নয়ন করেননি ভূপেশ চৌবে, এমনটাই অভিযোগ নির্বাচনী এলাকার বাসিন্দাদের। পাঁচ বছরে বিধায়ক কখনও নিজের কেন্দ্রে আসেননি, ফোনেও পাওয়া যায় না তাঁকে। এই নিয়ে জনগণের পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যেও এই নিয়ে ক্ষোভ ছিল।
ব্রাহ্মণ অধ্যুষিত রবার্টসগঞ্জে ফের ভূপেশ চৌবেকে প্রার্থী করেছে বিজেপি। সম্ভবত জনগণের বিরক্তি-ক্ষোভ অনুমান করেছেন তিনি। তাই সভামঞ্চেই অন্যান্য নেতাদের সামনে কান ধরে ওঠ-বস করে গত পাঁচ বছরে নিজের ভুলের জন্য ক্ষমা চান তিনি। তাঁকে আর একটা সুযোগ দিতে জনগণের কাছে অনুরোধ জানান তিনি।
জনগণকে 'ঈশ্বরতুল্য' বলে তাঁদের প্রশংসা করে বিধায়ক বলেন, "হাত জোড় করে বলছি, আমাকে ক্ষমা করে দিন।" এরপরই নাটকীয়ভাবে চেয়ারের ওপর ওঠে কান ধরে ওঠ-বস করা শুরু করেন তিনি। সেইসময় মঞ্চে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক ভানুপ্রতাপ সাহি। সকলেই বিধায়কের আচমকা এই কান্ডে হতবাক হয়ে যান। তাঁর হাত ধরে টেনে বসানোর চেষ্টাও করেন।
বিধায়কের এই কান্ডে জনগণ উল্লাসে ফেটে পড়েন। বিজেপি প্রার্থীর সমর্থনে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। বিধায়কের কান ধরে ওঠ-বস করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিধায়ক নিজে নিজের ওপর ভরসা করতে না পারলেও, দলীয় নেতৃত্বের তাঁর প্রতি সম্পূর্ণ ভরসা রয়েছে। ভানুপ্রতাপ সাহি বলেন, "২০১৭ সালের মতো ২০২২ সালেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে ভূপেশ চৌবে। বুথ লেবেল এজেন্ট, বুথ সভাপতি এবং অন্যান্য বুথের ইনচার্জ কর্মীরা যাঁরা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন, তাঁদের উৎসাহই একথা প্রমাণ করে।"
আগামী ৭ মার্চ, শেষ দফায় রবার্টসগঞ্জে ভোট হবে। ১০ মার্চ সব কেন্দ্রের ভোট গণনা।
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন