উত্তরপ্রদেশের জনতা দাঙ্গাবাজ, মাফিয়াদের হাতে রাজ্যকে তুলে দেবে না।' অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নাম না করে এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। সপার আমলে সেরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মনে করাতেই মোদী এমন মন্তব্য করেন বলে রাজনৈতিক মহল মনে করছে।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন প্রায় দোড়গোড়ায়। হাতে সময় নেই একদম। সব রাজনৈতিক দলই প্রস্তুতির শেষ পর্যায়ে চূড়ান্ত প্রচার চালিয়ে যাচ্ছে। সেরাজ্যের আবহাওয়া এই মুহূর্তে উতপ্ত। সবাই একে অপরের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শানিয়ে যাচ্ছেন। চলতি বছর মোট পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন থাকলেও গোটা দেশের নজর থাকবে যোগী-রাজ্যের দিকে।
গত লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকার নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যগুলিতে ভোটের ফলাফল মোটেই আশানুরূপ হয়নি। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে, যোগীরাজ্যের নির্বাচনে আরও গুরুত্ব বেড়েছে। এমনকী, এই দুবছরে বিধানসভা নির্বাচনগুলির ফলাফল আসলে আগামী লোকসভার প্রস্তুতি ম্যাচ বলে মনে করছে দেশীয় রাজনৈতিক মহল।
এদিকে, এবার উত্তরপ্রদেশের প্রচারে ময়দানে নেমেছেন খোদ মোদী। ছোট ছোট র্যালি করে দলীয় কর্মীদের ভার্চুয়ালি সপার নাম না করে তিনি বললেন, 'দাঙ্গাবাজ, মাফিয়াদের উত্তরপ্রদেশের দখল নিতে দেবে না আম জনতা।' উত্তরপ্রদেশ দখল যে করবে, দিল্লি দখলের দিকে সেই দল এক পা এগিয়ে থাকবে। আর তাই পদ্ম শিবির এবার উত্তরপ্রদেশে নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করতে তৎপর।
শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বারের নির্বাচন হল এক নতুন ইতিহাস রচনার। এবারের ভোট নিরাপত্তা, সম্মান ও বিকাশের ধারা বজায় রাখার নির্বাচন। স্বাধীনতার পর উত্তরপ্রদেশে বহু নির্বাচন হয়েছে। অনেক সরকারই ক্ষমতায় এসেছে, চলে গিয়েছে। কিন্তু এবারের নির্বাচন আলাদা। এবারের ভোট উত্তরপ্রদেশের শান্তির জন্য, উন্নয়নের ধারা, সুশাসন অব্যাহত রাখার জন্য।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন