UP Polls 22: প্রজাতন্ত্র দিবসে মোদী, যোগী বন্দনা - নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ

সাধারণতন্ত্র দিবসে উত্তরপ্রদেশের এক স্কুলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে শ্লোগান তোলায় তদন্তের নির্দেশ দেওয়া হল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথফাইল ছবি সংগৃহীত
Published on

সাধারণতন্ত্র দিবসে উত্তরপ্রদেশের এক স্কুলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে শ্লোগান তোলায় তদন্তের নির্দেশ দেওয়া হল। জানা গেছে স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকদের উপস্থিতিতে এবং মদতে ছাত্ররা এই শ্লোগান দেয়। যাতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে।

গত বুধবারের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে সিদ্ধার্থনগরের শোরাতগড় ব্লকের এক স্কুলে এই ঘটনা ঘটেছে। যেখানে সাধারণতন্ত্র দিবসে পতাকা তোলা এবং জাতীয় সঙ্গীত গাইবার পর স্বাধীনতা সংগ্রামীদের পাশপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে শ্লোগান তোলে।

সিদ্ধার্থনগরের জেলাশাসক দীপক মিনা সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-র মাধ্যমে জানতে পেরেছেন। তিনি আরও বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং বেসিক শিক্ষা অধিকারীকে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছি। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়া হবে।

- with IANS inputs

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
UP Polls 22: প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, ঢিল মেরে গাড়ির কাঁচ ভাঙলো উত্তেজিত জনতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in