প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগী আদিত্যনাথ। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোরক্ষপুর শহর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি প্রচারে যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, আগের উত্তরপ্রদেশ 'গুন্ডা, মাফিয়া'-দের স্বর্গরাজ্য ছিল। কিন্তু এখন মহিলাদের জন্য সুরক্ষিত রাজ্য। বিনিয়োগ বেড়েছে, রাজ্যে উন্নতি হয়েছে বলে দাবি তাঁর।
নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন আদিত্যানাথ। সেই হলফনামা অনুযায়ী, ফোন, হাতে থাকা নগদ, ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থ ও সেভিংস মিলিয়েই তাঁর কাছে থাকা এই মুহূর্তে সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৫৪ টাকা। তাঁর ফোন, হাতে থাকা নগদ, ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থ এবং সেভিংস মিলিয়েই এই খতিয়ান। তিনি যে মোবাইল ফোন ব্যবহার করেন, তার মূল্য ১২ হাজার টাকা। তাঁর কানে থাকা দু'টি কুণ্ডলের ওজন ২০ গ্রাম, মূল্য ৪৯ হাজার টাকা। আছে ১০ গ্রাম ওজনের একটি সোনার চেন ও রুদ্রাক্ষ, মূল্য ২০ হাজার টাকা।
যোগী জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে ১৩ লাখ ২০ হাজার ৬৫৩, ২০১৯-২০ অর্থবর্ষে ১৫ লাখ ৬৮ হাদার ৭৯৯, ২০১৮-১৯ অর্থবর্ষে ১৮ লাখ ২৭ হাজার ৬৩৯ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে ১৪ লাখ ৩৮ হাজার ৬৭০ টাকা আয় ছিল। হলফনামা সূত্রে জানা গিয়েছে, তাঁর কাছে কোনও চাষযোগ্য বা এমনি কোনও জমি নেই। তাঁর নিজস্ব গাড়িও নেই। আছে আগ্নেয়াস্ত্র। তাঁর কাছে যে রিভলবার এবং রাইফেল রয়েছে, সেগুলির দাম যথাক্রমে ৮০ হাজার এবং এক লাখ।
উল্লেখ্য, ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে গোরক্ষপুর আসনের টিকিটে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেন যোগী। তিনি জয়ীও হন। এরপর ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সাল মোট পাঁচবার ওই আসন থেকেই লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। ২০১৭ সালে বিধান পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। সাংসদ পদে ইস্তফা দেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন