বিশ্বাসঘাতকতা করেছে BJP, ভোটে এর শাস্তি দিন - উত্তরপ্রদেশ কৃষকদের কাছে আবেদন SKM-এর

৫৭টি কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার এই আবেদনে সাড়া দিয়েছে বলে জানিয়েছেন স্বরাজ ইন্ডিয়ার প্রেসিডেন্ট যোগেন্দ্র যাদব। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই #NoVoteToBJP প্রচার শুরু করে দিয়েছে মোর্চা।
সাংবাদিক বৈঠকে SKM
সাংবাদিক বৈঠকে SKMছবি সংগৃহীত
Published on

বিজেপি কৃষকদের দাবি পূরণ না করে তাঁদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিধানসভা নির্বাচনে কৃষকরা বিজেপিকে যেন বিশ্বাসঘাতকতার 'শাস্তি' দেয়। সংযুক্ত কিষাণ মোর্চার (SKM) তরফ থেকে উত্তরপ্রদেশ কৃষকদের কাছে এই আবেদন করা হয়েছে।

৫৭টি কৃষক সংগঠন SKM-এর এই আবেদনে সাড়া দিয়েছে বলে জানিয়েছেন স্বরাজ ইন্ডিয়ার প্রেসিডেন্ট যোগেন্দ্র যাদব। তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মোর্চা কোনো দলের হয়ে ভোট চাইছে না।

SKM জানিয়েছে, ফসলের ন‍্যূনতম মূল্যের (MSP) আইনি গ‍্যারান্টি, MSP নিয়ে কমিটি গঠন, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত‍্যাহার সহ তাদের একাধিক দাবি এখনও পূরণ করেনি সরকার।

যোগেন্দ্র যাদব জানিয়েছেন, "আমরা খুব শীঘ্রই মিরাট, কানপুর, লখনউ, সিদ্ধার্থনগর, গোরখপুর সহ মোট নয়টি জায়গায় প্রেস কনফারেন্স করবো। সেখানে আমাদের দাবিগুলো বলা হবে। আমাদের দাবি সম্বলিত প‍্যামফলেটগুলি গোটা উত্তরপ্রদেশ জুড়ে বিতরণ করা হবে। কোনো দলের হয়ে ভোট চাইছে না SKM। মোর্চা অরাজনৈতিক ছিল এবং থাকবে।"

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই #NoVoteToBJP প্রচার শুরু করে দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।

সাংবাদিক বৈঠকে SKM
Union Budget 2022: বাজেট বক্তৃতায় বরাদ্দ আড়াই মিনিট, সরকার প্রতিশোধ নিচ্ছে, বক্তব্য কৃষকদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in