UP Polls 22: যোগী সরকারের পদত্যাগী তৃতীয় মন্ত্রীও SP-তে, দলে আর কোনো অন্তর্ভুক্তি নয় - অখিলেশ

এদিন দারা সিং চৌহান সমাজবাদী পার্টিতে যোগদানের পর অখিলেশ যাদব সাংবাদিকদের জানান, সমাজবাদী পার্টির প্রতিটি নেতা কর্মী প্রতিটি আসনে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে।
সমাজবাদী পার্টিতে যোগ দিলেন দারা সিং চৌহান
সমাজবাদী পার্টিতে যোগ দিলেন দারা সিং চৌহানছবি সমাজবাদী পার্টির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

গত সপ্তাহে যোগী আদিত্যনাথের মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়া তৃতীয় মন্ত্রী দারা সিং চৌহানও যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। রবিবার তাঁর সঙ্গে সঙ্গেই সমাজবাদী পার্টিতে যোগ দেন আপনা দলের পদত্যাগী বিধায়ক ডাঃ আর কে ভারমা। সম্ভবত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই এটাই ছিলো সমাজবাদী পার্টিতে শেষ যোগদান।

গতকালই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন, অন্য দল থেকে কোনো নেতা এলেই তাঁকে আর সমাজবাদী পার্টিতে নেওয়া হবে না। মূলত চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোটের প্রস্তাব ভেস্তে যাবার পর তিনি এই মন্তব্য করেছিলেন। এদিন দারা সিং চৌহান সমাজবাদী পার্টিতে যোগদানের পর অখিলেশ যাদব সাংবাদিকদের জানান, সমাজবাদী পার্টির প্রতিটি নেতা কর্মী প্রতিটি আসনে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে।

এদিন অখিলেশ আরও বলেন, বিজেপি মানুষে মানুষে বিভেদ তৈরি করতে চাইছে। ঘৃণার রাজনীতি আমদানি করছে। আমরা উত্তরপ্রদেশে উন্নয়নের রাজনীতি করবো। এর পাশাপাশি বিভিন্ন নির্বাচনী সমীক্ষাকে ‘ভুয়ো সমীক্ষা’ বলে অভিহিত করেন অখিলেশ। তিনি বলেন, বাস্তবের সঙ্গে এইসব সমীক্ষার কোনো মিল নেই। তিনি আরও বলেন, সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে তিনি কোনো দেরি না করে রাজ্যে জাতি ভিত্তিক জনগণনা চালু করবেন।

এদিন অখিলেশ আরও বলেন, আমি দারা সিং চৌহান এবং আর কে ভারমাকে সমাজবাদী পার্টিতে স্বাগত জানাই। এবারের লড়াই দিল্লি এবং লখনৌর ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে লড়াই। এরা শুধু ভাঙার রাজনীতি করে। আমরা গড়ার রাজনীতি করবো।

আগামী ১০ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশে সাত দফা ভোট শুরু হচ্ছে। আগামী ১০ মার্চ এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।

- with IANS inputs

সমাজবাদী পার্টিতে যোগ দিলেন দারা সিং চৌহান
UP Polls 22: উত্তরপ্রদেশে দলবদল - দুই প্রাক্তন মন্ত্রী সহ পাঁচ বিজেপি বিধায়ক সমাজবাদী পার্টিতে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in