UP Polls 22: আমরা 'আন্দোলনকারী', বিজেপি 'ভোটকারি', আমাদের আন্দোলন চলবে - রাকেশ টিকাইত

BJP শুধুমাত্র সর্বাধিক ভোট অর্জনের জন্য কাজ করেছে এবং তাতে তারা সফল৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর একথা জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকাইত।
রাকেশ টিকাইত
রাকেশ টিকাইত ফাইল ছবি সংগৃহীত
Published on

বিজেপি শুধুমাত্র সর্বাধিক ভোট অর্জনের জন্য কাজ করেছে এবং তা করতে তারা সফল হয়েছে৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর একথা জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকাইত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিকাইত বলেন, "আমরা ১৩ মাস ধরে কৃষক আন্দোলন সফলভাবে চালিয়েছি। আমরা 'আন্দোলনকারী' এবং বিজেপি 'ভোটকারি'। এবার সমস্ত রাজনৈতিক দল কৃষকদেরকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং তাদের ইশতেহারে কৃষকদের উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। কে জিতেছে তাতে কিছু যায় আসে না। তবে জয়ীদের অবশ্যই কৃষকদের দাবি পূরণ করতে হবে।' তিনি বলেন, কৃষকদের দাবি, প্রয়োজন ও উন্নতির জন্য কাজ করুন এবং নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করুন।”

টিকাইত বিজেপি এবং তার নীতির বিরুদ্ধে প্রচার চালিয়েছিল এবং কৃষকদের বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আবেদন করেছিল। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কৃষকদের আন্দোলনের প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে টিকাইত বলেন, "কৃষক আন্দোলন বিজেপির যথেষ্ট ক্ষতি করেছে। তারা পশ্চিম ইউপিতে বেশ কয়েকটি আসন হারিয়েছে যা তারা গত নির্বাচনে জিতেছিল।"

তিনি বলেন, মুজাফফরনগরে এসপি-আরএলডি জোট ছয়টি আসনের মধ্যে চারটি আসন বিজেপির কাছ থেকে কেড়ে নিয়েছে। এর মধ্যে বুধনা নির্বাচনী এলাকাও আছে, যেখানে টিকাইতের গ্রাম অবস্থিত। আরএলডি প্রার্থী রাজপাল বালিয়ান এই কেন্দ্রে বিজেপি বিধায়ক উমেশ মালিককে পরাজিত করেছেন।

রাকেশ টিকাইত আরও বলেন, "কিন্তু বিজেপি জিতেছে কারণ ইউপি একটি বৃহৎ রাজ্য এবং বিজেপি জানে যে কীভাবে ভোট পেতে হয়। এই কৌশলটি সারা দেশে কার্যকর করা হচ্ছে।"

কৃষকদের সংগ্রাম অব্যাহত থাকবে জানিয়ে টিকাইত বলেন, "আমরা এখন একটি কমিটি করব এবং নিশ্চিত করব যে বিজেপি কৃষক-সম্পর্কিত সমস্যাগুলির সমাধান করবে।"

রাকেশ টিকাইত
UP Polls 22: অষ্টাদশ উত্তরপ্রদেশ বিধানসভায় ৩৬ মুসলিম বিধায়ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in