বিজেপির ভোট চাওয়ার মূল ভিত্তি হল মানবতা ও সুবিচার। কখনওই জাতপাত নয়। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে এসে এমনই দাবি করলেন প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
রবিবার উত্তরপ্রদেশের কেশগঞ্জে দলের তরফে একটি জনসংযোগ কর্মসূচিতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে নিশানা করে বলেন, 'আমরা কখনই জাতপাত, ধর্মের ভিত্তিতে ভোট চাই না। আমরা ভোট চাই মানবতা ও সুবিচারের ভিত্তিতে।' সমাজবাদী পার্টি বরাবর বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ করেছে। সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন তিনি।
মেরুকরণ ইস্যুতে যাবতীয় দায় ঝেড়ে সমাজবাদী পার্টিকে কাঠগড়ায় তোলেন তিনি। পাল্টা সপার বিরুদ্ধেই মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে রাজনাথ বলেন, 'মেরুকরণের রাজনীতি যদি কেউ করে থাকে, তাহলে সেটা সমাজবাদী পার্টিই করেছে। একটি নির্দিষ্ট অঞ্চলের ভোট ঝুলিতে ভরতে চেয়ে সব সীমা অতিক্রম করেছে। জাতপাতের রাজনীতিকে শিখণ্ডী করে আমরা ভোট চাই না।'
উত্তরপ্রদেশের যোগী সরকারের ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, 'সমাজবাদী পার্টিকে স্বীকার করতেই হবে যে তাদের সরকারের আমলেই রাজ্যে সবথেকে বেশি সংঘর্ষ হয়েছে। আপনাদের বুঝতে হবে, কেন কেউ বিজেপি সরকারের আমলে সংঘর্ষ করার সাহস পায় না।' গেরুয়া শিবিরের দাবি সপার আমলে উত্তরপ্রদেশে গুন্ডারাজ কায়েম হয়েছিল। কিন্তু, যোগীর আমলে সেসব নেই। ২০১৭ সাল থেকেই যোগী রাজ্যে আইনের শাসক চলছে।
এদিনের এই কর্মসূচিতে প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে শ্রদ্ধার্ঘ্য জানান প্রবীণ এই নেতা। একইসঙ্গে কেশগঞ্জকে 'খাসগঞ্জ' নামেও উল্লেখ করে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, 'বিশেষ স্থান'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন