বিজেপি ক্ষমতায় না এলে উত্তরপ্রদেশ কেরল হয়ে যাবে। রাজ্যে প্রথম দফার ভোটের আগে ভোটারদের উদ্দেশ্যে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিতে গিয়ে এই মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
নিজের ট্যুইটারে বিজয়ন লেখেন, "যোগী আদিত্যনাথ যেমনটা ভয় পাচ্ছেন, যে উত্তরপ্রদেশ কেরল হয়ে যাবে, যদি তা হয় তাহলে উত্তরপ্রদেশের জনগণ সেরা শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা, সামাজিক কল্যাণ, জীবনযাত্রার মান উপভোগ করতে পারবেন। একটি সুন্দর সমাজ থাকবে যেখানে ধর্ম ও বর্ণের নামে মানুষ মানুষকে হত্যা করবে না। উত্তরপ্রদেশের জনগণ আসলে এটাই চান।"
হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই ট্যুইট করেছেন কেরলের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, স্বাস্থ্য, শিক্ষা, টেকসই উন্নয়ন, শ্রমিকদের মজুরি সহ একাধিক প্যারামিটারে কেন্দ্রীয় সরকারের একাধিক সমীক্ষায় শীর্ষ স্থানে রয়েছে বাম শাসিত কেরল।
যোগী আদিত্যনাথের মন্তব্যের জবাব দিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুরও। ট্যুইটারে তিনি লেখেন, "বিজেপি ক্ষমতায় না এলে উত্তরপ্রদেশ কাশ্মীর, বাংলা বা কেরলে পরিণত হবে বলে ভোটারদের বলছেন যোগী আদিত্যনাথ। যদি তা হয় তাহলে তো উত্তরপ্রদেশ অনেক ভাগ্যবান। কাশ্মীরের সৌন্দর্য, বাংলার সংস্কৃতি এবং কেরলের শিক্ষা জায়গাটিকে আরও সুন্দর করে তুলবে।"
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট ছিল। তার আগে ট্যুইটারে এক ভিডিও বার্তায় যোগী আদিত্যনাথ বলেন, "মন থেকে আপনাদের বলতে চাই, গত পাঁচ বছরে অনেক ভালো কাজ করেছি। যদি আপনারা আমাদের আর সুযোগ না দেন, তাহলে এই পাঁচ বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে। বাংলা, কেরল বা কাশ্মীরের মতো হয়ে যেতে উত্তরপ্রদেশের সময় লাগবে না। আপনাদের ভোট আমাদের আশীর্বাদ। আপনাদের ভোটই একটা ভয়হীন জীবনের নিশ্চয়তা দিতে পারে।' কেরল ও বাংলাকে কাশ্মীরের সঙ্গে একাসনে বসিয়ে যোগীর ইঙ্গিত, কাশ্মীরের মতোই বাংলা ও কেরলের মানুষ ভয়কে সঙ্গী করে দিন কাটান।
যোগীর এই মন্তব্যের সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, "একতার মধ্যে শক্তি থাকে। সংস্কৃতির একাত্মবোধ, বৈচিত্র্যের একাত্মবোধ, ভাষার একাত্মবোধ, মানুষের একাত্মবোধ, রাজ্যের একাত্মবোধ - কাশ্মীর থেকে কেরল, গুজরাট থেকে পশ্চিমবঙ্গ। ভারত তার সমস্ত রঙেই সুন্দর।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন