UP Polls 22: রাজনাথ সিং-এর সভায় চাকরির দাবিতে যুবকদের বিক্ষোভ - ভোটের মুখে অস্বস্তিতে বিজেপি

প্রতিবাদী যুবকদের শান্ত করার চেষ্টা করেন রাজনাথ সিং। তিনি বলেন, 'হবে, হবে। আপনারা চিন্তা করবেন না। আপনাদের উদ্বেগ আমাদেরও উদ্বেগ।'
রাজনাথ সিং
রাজনাথ সিংফাইল ছবি সংগৃহীত
Published on

নির্বাচনী প্রচার সভা চলছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত। এমন সময় মঞ্চের সামনে কর্মসংস্থানের দাবিতে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বহু যুবক। রাজনাথ সিং তাদের থামানোর চেষ্টা করলেও ব‍্যর্থ হন। সংবাদমাধ্যমের ক‍্যামেরায় সমগ্র ঘটনা রেকর্ড হয়ে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এই পুরো ঘটনায় রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির।

উত্তরপ্রদেশের গোন্ডাতে আজ নির্বাচনী প্রচারের জন্য গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর ভাষণ দেওয়ার আগেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল যুবক। জানা যায় তাঁরা সেনাবাহীনিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা স্লোগান দেন - 'দ্রুত সেনাবাহিনীতে নিয়োগ শুরু করা হোক', 'আমাদের দাবি পূরণ করো'।

প্রতিবাদী যুবকদের শান্ত করার চেষ্টা করেন রাজনাথ সিং। তিনি বলেন, 'হবে, হবে। আপনারা চিন্তা করবেন না। আপনাদের উদ্বেগ আমাদেরও উদ্বেগ। করোনা মহামারীর কারণে কিছু অসুবিধা হয়েছিল। এবার সব ঠিক হয়ে যাবে। আপনারা শান্ত হয়ে বসুন।"

এরপর তিনি যুবকদের 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে বলেন। যুবকরা বিক্ষোভ চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু রাজনাথ সিং কার্যত জোর করে যুবকদের দিয়ে 'ভারত মাতা কি জয়' স্লোগান বলিয়ে বিক্ষোভ বন্ধ করান। এরপর মুখে চওড়া হাসি নিয়ে বক্তৃতা শুরু করেন তিনি। তিনি বলেন, উত্তরপ্রদেশে যদি ফের বিজেপি ক্ষমতায় আসে, তাহলে বছরে দু'বার বিনামূল্যে গ‍্যাস সিলিন্ডার দেওয়া হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in