উত্তরপ্রদেশ নির্বাচন বিজেপির জন্য কঠিন লড়াই। ৩০০-র বেশি আসনে জিতে ফের ক্ষমতায় ফেরার আগাম ঘোষণাকে কার্যত নস্যাৎ করে এই মন্তব্য করলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। শুধু তাই নয়, নির্বাচনের তিনদিন আগে নিজের এলাকার রাস্তার উন্নয়নের দিকে মনোনিবেশ করেছেন তিনি।
আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় মথুরাতে নির্বাচন। তাঁর আগে রবিবার এক সংবাদমাধ্যমে হেমা মালিনী বলেন, "উত্তরপ্রদেশ নির্বাচন বিজেপির জন্য খুব কঠিন লড়াই কিন্তু যোগী আদিত্যনাথ জিতবেন। মথুরাতে ইতিমধ্যেই বেশ উন্নয়ন হয়েছে। এর পিছনে মূল কান্ডারী আমাদের মুখ্যমন্ত্রী। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে ১৪ হাজার কোটি টাকা দিয়ে বরেলী-মথুরা-পিলভিট জাতীয় সড়ক তৈরি করা হবে। এরপর যাঁরা এখানে আসবেন তাঁরা মসৃণ রাস্তা দেখতে পাবেন।"
এবারের নির্বাচনে মূল ইস্যু মন্দির কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী সাংসদ বলেন, উন্নয়ন তো হবেই, পাশাপাশি মন্দিরও হবে এখানে। প্রচুর নিরাপত্তা দেওয়া হয়েছে। সব গুন্ডামি বন্ধ হয়ে গেছে এখানে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
তবে গত বছর হওয়া পঞ্চায়েত নির্বাচনে কাশী, অযোধ্যার পাশাপাশি মথুরার ফলাফলও বিজেপির কাছে খুব হতাশাজনক ছিল। মথুরাতে মোট ৩৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ৮টি আসনে। সবথেকে বেশি আসন জিতেছিল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি, ১২টি। রাষ্ট্রীয় লোকদল জিতেছিল ৯টি এবং ১টি আসনে জিতেছিল সমাজবাদী পার্টি।
অযোধ্যার ৪০টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ৬টি আসনে। সমাজবাদী পার্টি একাই জিতেছিল ২৪টি আসনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন