নির্বাচনের মুখে উত্তরপ্রদেশে বিজেপি ছাড়লেন এক প্রাক্তন বিজেপি বিধায়ক ও রাজ্যের বিজেপি কর্মকর্তা। সোমবার প্রাক্তন বিজেপি বিধায়ক রাম ইকবাল সিং বিজেপি ছেড়ে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিতে যোগদান করেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনার পর তিনি প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এছাড়াও গত শনিবার সমাজবাদী পার্টির নেতৃত্বের বাড়িতে আয়কর অভিযানেরও তিনি নিন্দা করেন।
এদিন সমাজবাদী পার্টিতে যোগ দেবার পর রাক ইকবাল সিং সাংবাদিকদের জানান, আমি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়েছি। যদিও দলে শোনার মত কেউ নেই। কেউই আমার কথায় গুরুত্ব দেয়নি। সেই ধরণের রাজনৈতিক দলে থেকে কী লাভ যেখানে আপনার কথা কেউ শুনবে না এবং আপনার কথার কোনো গুরুত্ব দেবে না?
সদ্য সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক রাম ইকবাল সিং বালিয়ার এক প্রতিষ্ঠিত ঠাকুর নেতা এবং ওই অঞ্চলে তাঁর ভালোরকম প্রভাব আছে বলে মনে করে রাজনৈতিক মহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন